আদৌ প্রকৃত যোগ্যদের পদায়িত করতে পারছি নাকি নোংরা রাজনীতির দূর্গদ্ধময় ভাগাড়ে এখনো হাবুডুবু খাচ্ছি?

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

Sending Eid Greetings to all my Former Colleagues & Friends Who are observing Eid-ul-fitar today.I’ve received all your Greetings on inbox…thanks again.#EID_MUBARAK…. আমি আমার চাকুরী জীবনে তিনটি দেশে Recruited হয়েছিলাম, প্রথমে Asst prof. /Specialist, এরপর Consultant /Asso.Prof. এবং শেষে Professor/Senior Consultant হিসেবে নিয়োগপত্র পাই, বিদেশে Psychiatrist এর বেশ চাহিদা রয়েছে এবং আমি SCFHS(Saudi Commission For Heslth Specialty) in Psychiatry -২০১১ -তে সম্পন্ন করায় ; মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ অনেক দেশেই আমার Eligibility রয়েছে, কিন্তু নিজ দেশের প্রশাসনিক অসহযোগীতার জন্য সব দেশে যোগদান করে নির্দিষ্ট Tenure শেষ করা যায়নি, তবে প্রতিটি দেশেই আমি যথার্থ মূল্যায়িত হয়েছি, বেতন ও অন্যান্য সুবিধাদি ছিলো প্রায় এ দেশের ১০ গুন বেশী এবং সেই দেশের সাস্থ্য মন্ত্রনালয় থেকে যোগ্যতা অনুযায়ী আমার কাংখিত পদায়ন ও পদবী পেয়েছি,সব Multinational সহকর্মীদের সহায়তা পেয়েছি, এ জন্য তাদের নিকট আমি কৃতজ্ঞ — যা নিজ দেশে আশা করাটা নিছক বোকামী ও এক্কেবারেই অবান্তর; দলবাজীকর পেশাজীবী গ্রুপগুলো দলান্ধ নেতা ও আমলাদের নিয়ে একাট্টা হয়ে প্রতিটি সেক্টরে দূষিত করে অযোগ্য ও চাটুকরদের নিয়োগ দিচ্ছে, স্বৈরাচারী এরশাদ আমলে শুরু হওয়া এই প্রবণতা থেকে আজো আমরা বেরুতে পারিনি বরং উত্তরোত্তর তা বেড়েই চলেছে।মাঝে মাঝে ভাবি ঐ সব দেশগুলোতে তো রাজতন্ত্র, তারা কক্ষনোই গণতন্ত্র-গণতন্ত্র বলে পল্টন ময়দানে গলা ফাটায় না, তবুও কেন একজন বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে এতোটা নিরপেক্ষভাবে মূল্যায়িত হয়েছিলাম এবং উচ্চতর দায়িত্ব পেয়েছিলাম ; সামাজিক সাম্যতা ও নিরপেক্ষতা এবং বৈষম্যহীন পদায়ন,পদোন্নতি ও বেতন কাঠামো তাদের Health Sector -কে করেছে প্রায় পাশ্চাত্য সম, পক্ষান্তরে আমরা স্বাধীনতার ৫৩ বছর পর চেতনায় গদ গদ হয়ে সাস্থ্যসহ অন্যান্য ক্ষেত্রে কি আদৌ প্রকৃত যোগ্যদের পাদায়িত করতে পারছি নাকি নোংরা রাজনীতির দূর্গদ্ধময় ভাগাড়ে এখনো হাবুডুবু খাচ্ছি?

Leave a Comment