Post Partum Depression’ বা গর্ভবতীকালীন সময়ের বিষন্নতা -এর চিকিৎসা রুপ রেখা কেমন হতে পারে?

অধ্যাপক ডঃ এম এস কবীর জুয়েল

#Management_of_MDD_Major_Depressive_Disorder_with_Newer_Perspectives

‘বিষন্নতা’ বা ‘অবসাদগ্রস্ততা’ জীবনের অবিচ্ছেদ্য অংশ, সুতরাং হতাশ হলেই মনো চিকিৎসকগণ ‘Anti-Depressants’ বা ‘বিষন্নতা দূরকারী’ ঔষধ দিয়ে থাকেন কিন্তু গর্ভবতী বা প্রসূতিদের জন্য এখনো কি কোনো ভালো ‘হতাশা দূরকারী’ ঔষধ বাজারে রয়েছে??? তাহলে কি করনীয়? ‘Post Partum Depression’ বা গর্ভবতীকালীন সময়ের বিষন্নতা -এর চিকিৎসা রুপ রেখা কেমন হতে পারে?’ Liaison Psychiatry’ is the effective method to manage such type of patients… We made an wonderful program with the respective Professors of Obstetrics and Gynaecology to find out the fruitful outcome for the underprivileged group of the women who are vulnerable to develop ‘Maternity Blue’, ‘Baby Blue’, ‘Post Partum Depression’, ‘Post Partum Psychosis’ etc আবার ‘হতাশা দূরকারী’ ঔষধের পার্শপ্রতিক্রিয়া হিসেবে ‘Sexual Dysfunction’ এবং ‘Cognitive declination’ বা বুদ্ধি-বিবেচনা শক্তিহ্রাস খুবই Common একটি উপসর্গ, নতুন ধরনের হতাশা দূরকারী ঔষধের মাঝে এই Side effects গুলো তুলনামূলক ভাবে কম হতে শোনা যায়, আজকের (১১/০২/২৪) Scientific Seminar এর মাধ্যমে আমরা সে সবের যথার্থতা খোঁজার চেষ্টা করেছি…. Thanks to all my colleagues of dept. of Psychiatry, SSMC Mitford Hospital, Respected Participants of Obstetrics & Gynaecology dept, SSMC and Sannofi Aventis pharma.

Leave a Comment