আমি আবার রীট করবো।

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

#নেদারল্যান্ডে_স্কলারশীপ_পেয়েও_আমি_যেতে_পারবোনা_অথচ_কেরানীরা_গাছে_পানি_দিতে_যাবে_এ_মানা_যায়নানেদারল্যান্ডসে গাছে পানি দিতে যাচ্ছে বেশ কজন কেরানীরুপি আমলা; হাইকোর্টে রীট হওয়া সত্তেও এদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না, কারন মধ্য ও পূর্ব আফ্রিকার দেশগুলোর ন্যায় দেশটা এদের আয়ত্তে চলে গেছে, এখানে পেশাজীবিদের ক্রমশঃ Devaluation হতে থাকবে এটাই বাস্তবতা, ইতিপূর্বে এরা আলু চাষ, পুকুর খনন, গাছ রোপন, সুইমিং পুল তৈরী ইত্যাদি নানা উসিলায় দলে বলে বিদেশে গিয়েছে; “সারকার-কা মাল, দারিয়া-মে ঢাল” এ নীতিতে দেদারসে বরাদ্দকৃত অর্থের অপচয় করেছে, কিন্তু ঠিক Economic Recession –এর এই সময়েও এদের প্রমোদ ভ্রমণেচ্ছা বিন্দুমাত্র কমেনি,কারন এদের মাঝ থেকে দেশাত্মবোধ বহু আগেই লোপ পেয়েছে, বিনা প্রয়োজনে নানা উদ্ভট আর আজগুবি GO বা সরকারী আদেশ বানিয়ে পারস্পরিক প্রতিযোগিতাপূর্ন বিদেশ ভ্রমণে এরা অভ্যস্ত হয়ে গেছে। মূদ্রাস্ফিতি কমিয়েদেশে ডলারের মূল্য স্থিতিশীল রাখতে যখন আমাদের মতো চিকিৎসক পেশাজীবিদের সকল Scientific Seminar,Symposium,Scholarship related অতিব গুরুত্বপূর্ন ভ্রমণের ওপর ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেই জন প্রশাসনে মন্ত্রণালয় কি করে নিজেদের জন্য দেশের এহেন আর্থিক সংকটে এ ধরনের লোভাতুর, সার্থান্নেষী প্রজ্ঞাপন ইস্যু করে ?একটা সময় শ্রদ্ধাভাজন আসাফউদ্দৌলা, আলি ইমাম মজুমদার,আকবর আলী খান-দের মতো সৎ, কর্মঠ,দেশপ্রেমিক,সৃজনশীল চিন্তার ধারক বাহক সচিবালয় আজ সাস্থ্যের প্রাক্তন জৈষ্ঠ কেরানী ও বর্তমানে কানাডার কৃষক ভূয়া মুক্তিযোদ্ধা নিয়াজউদ্দীন মিয়া, ৬০০০ ভূয়া করোনা রিপোর্ট প্রদানকারী রিজেন্ট শাহেদের বন্ধু আসাদুজ্জামান, ক্রয়ের নামে শত কোটি টাকা লোপাটকারী স্বাস্থের ঠিকাদার মিঠুদের বন্ধু শহিদুল ইসলাম খান ও তাদের উত্তরসুরীদের দখলে, যারা সরকারী সকল বিধিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে অর্থের বিনিময়ে পদায়ন ও পদোন্নতিতে ছিলো সিদ্ধহস্ত, যারা নিয়ম নীতিকে হাস্যকর করে ঘষে মেজে বি সি এস -এর সিরিয়াল ওলট পালট করেছে, যারা পোস্ট গ্রাজুয়েশন পাশের আগেই নগদ নারায়ন পেয়ে অসাধু চিকিৎসকদের পদোন্নতি দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় তাদেরই পৃষ্ঠপোষক হয়ে গুরু দায়িত্ব পালনে পথে নেমেছে।#এবার_আমি_আবার_রীট_করবো_https://drkabirjewel.com/2022/06/15/the-mind-home-got-an-international-scholarship/

Leave a Comment