মস্তিষ্কে আঘাতজনিত কারনে বাংলাদেশে Bipolar disorder বা দ্বিমেরু মনোরোগ বাড়ছে।

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

To-night’s Webinar ; “BIPOLAR DISORDER” বাদ্বি-মেরু রোগ। রাস্তার মোড়ে বা ফুট ওভার ব্রিজের ওপর একটানাদাঁড়িয়ে সানন্দে পরিবহনগুলোকে দিক নির্দেশনা দিয়ে চলেছে, সেইসাথে নিজেকে পথের রাজা মনে করছে — এমন টা রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, হাতে ও গলায় অনেক সময় বিভিন্ন অলংকরন পরিধান করে, পোশাকের সাথে যথাসম্ভব মিলিয়ে সামর্থানুযায়ী কিছু অনুসংগ ওদের পরিধেয় বস্ত্রের অংশ, কথার ফুলঝুরি ছুটছে,

মাত্রাতিরিক্ত আবেগে প্রথাবদ্ধ সার কথা গলিয়ে ছান্দনিক বাহুল্য কথামালায় অনেকটা মূগ্ধ করে দেবে আপনাকে, নতুনসঞ্জীবনা, নতুন দিক নির্দেশনা, মনে হবে কল্পনার পাখা মেলে নবরাজ্যের দ্বার উন্মোচিত হচ্ছে। পথ শিশুদের চকলেট দিচ্ছে, পকেটে যা আছে তা থেকে, ভিখেরীদের দান করছে, যে কাউকে আপন মনে করে নিজের পরিকল্পনা নিয়ে আলোকপাত করছে, এবং তার বাস্তবতা বুঝতে সে সম্পূর্ন অপারগ।অথচ এদের অনেকেই একদা মেধাবী যুবক ছিলো, জীবনের খেরোখাতা খুললে দেখা যাবে, এদের ঝুলিতেও রয়েছে অনেক সফলতা, হঠাৎ বা অচানক কোন সড়ক দুর্ঘটনায় মস্তিষ্কের স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়ে কমায় (অচেতন)ছিলো দীর্ঘ মেয়াদি কাল, তারপর থেকে স্মৃতিপটে সেই সম্পর্কিত তথ্য ও তদানুসারে নিজেকে পরিচালিত করে যাচ্ছে। আমাদের দেশে মোটর বাইক এক্সিডেন্ট এর হার সমচেয়ে বেশী, আর অসচেতনার অভাবে হেলমেটহীনভাবে তারা বেপরোয়া গতিতে হোন্ডা চালিয়ে থাকে, এর ফলশ্রুতিতে মোট সড়ক দুর্ঘটনার ৩০% বাইক এক্সিডেন্ট, যা Brain এ আঘাতের মাধ্যমে প্রথমে অচেতন করে রাখে, কিছুদিন শয্যাশায়ী করে রাখে, আর অধিক আঘাতে রক্তক্ষরজনিত Haemorrhagic Stroke হলে, ধীরে তা ভালো হলেও Irritable Manic Symptoms এর দিকে ধাবিত হয়, এবং insight (রোগ সংক্রান্ত অন্তদৃষ্টি) ফিরে এলে পুনঃরায় বিষন্নতা দেখা দেয়। আজকের ওয়েবিনার -এ Bipolar disorder এর সাথে Brian related disease গুলোর Mutual Relationship & impacts নিয়ে বিস্তারিত আলোচিত হবে।all staffs of The Mind Home, are cordially invited.Mr. Kawser Ahmed will Coordinate.

Leave a Comment