আত্মহনন নয় আত্মোদীপ্তিতে জেগে ওঠো।

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

তুমি কেন নিজেকে এতোটা হীন-দীনো ভাবতে শুরু করলে, কেন অন্যের বলা কটূক্তিটি গ্রাহ্য করে দূঃশ্চিন্তাগ্রস্থ হয়ে নিজেকে নিঃশেষ করে দিচ্ছো, অথচ তুমি যথেষ্ট সম্ভাবণাময়ী একজন নারী কিংবা পুরুষ, তোমার যা আছে, তা অনেকের-ই নেই; সুতরাং ঝেড়ে ফেলো অন্যদের অমূলক সমালোচনা, তৈরী হও নতুন রুপে নব প্রত্যয়ে, নব্য সাজে, তোমার অবয়ব ও চেহারায় রাজ্যের যত্তো ক্লান্তি ছিলো, সব Face Wash দিয়ে পরিস্কার করে ফেলো, তুমি-ই পারবে, সহপাঠিরা বরং ব্যর্থ হবে, হিংসুক বন্ধুটিও আলবৎ ব্যর্থ হবে, এবং তুমি-ই সফল হবে, বলো ঈন্সাল্লাহ আমি পারবোই, আমি সফল হবোই, ওরা যতোই আমাকে অবজ্ঞা করুক, ঐ গোষ্ঠী যত্তোই আমাকে অবমূল্যায়ন করার চেষ্টা করুক, আমি ঠিক তার বিপরীতে আপণ মহিমায় উদ্ভাসিত হবো –এবং মনে মনে আওড়াতে থাকো ” I’ll touch the all prettiest Colours of Happiness & Love INSHALLAH …. “

Leave a Comment