টেলি-সাইকিয়াট্রি

আমাদের দেশের একটা বৃহত্তর অংশ দেশের বাইরে থাকেন চাকুরীসূত্রে কিংবা উচ্চতর শিক্ষালাভে। পরিবারহীন, নিঃসঙ্গ, ভিন্ন সমাজ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা। নতুন পরিবেশ রোমাঞ্চকর হলেও একসময় পরিবার পরিজনের অভাববোধ শুরু হয়। ধীরে ধীরে নিঃসঙ্গতা গ্রাস করে। এই নিঃসঙ্গতা একসময় বিষণ্ণতার জন্ম দেয়। বিষণ্ণতা জন্ম দেয় মানসিক অসুস্থতার। একই ভাবে যাদের আপনজনেরা দূরে থাকেন বা দেশের বাইরে … Continue reading টেলি-সাইকিয়াট্রি