আমাদের দেশের একটা বৃহত্তর অংশ দেশের বাইরে থাকেন চাকুরীসূত্রে কিংবা উচ্চতর শিক্ষালাভে। পরিবারহীন, নিঃসঙ্গ, ভিন্ন সমাজ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা। নতুন পরিবেশ রোমাঞ্চকর হলেও একসময় পরিবার পরিজনের অভাববোধ শুরু হয়। ধীরে ধীরে নিঃসঙ্গতা গ্রাস করে। এই নিঃসঙ্গতা একসময় বিষণ্ণতার জন্ম দেয়। বিষণ্ণতা জন্ম দেয় মানসিক অসুস্থতার। একই ভাবে যাদের আপনজনেরা দূরে থাকেন বা দেশের বাইরে থাকেন তারাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এসময় অনেকে একাকীত্ব থেকে নানা ধরণের অসামাজিক কার্যকলাপ কিংবা অপরাধে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। কিংবা প্রচণ্ডভাবে মানসিক অস্থিরতা তাদের জন্য অবর্ণনীয় কষ্টের কারণ হয়ে দেখা দেয়। তারা বুঝতে পারেননা সময়মত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে এ কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আবার অনেকে আছেন, আমাদের আশেপাশে, যারা বুঝতে পারছেন তাদের সমস্যা কোথায় কিন্তু কিভাবে নিজের চিকিৎসা করবেন তা বুঝে উঠতে পারেননা কিংবা চিকিৎসার প্রয়োজন অনুভব করেও লোকলজ্জা, ভয়, আলসেমী বা সময় অভাবে তারা চিকিৎসকের শরণাপন্ন হননা।
আবার কারও কারও ক্ষেত্রে দেখা যায়, তিনি দেশের যে অঞ্চলে আছেন সেখানে মানসিক বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুব্যবস্থা নেই কিংবা যিনি মানসিক সমস্যায় আক্রান্ত তাকে নিয়মিত কাউন্সেলিং করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়মিত নিয়ে যাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির মুখায়বের একটি ক্লোজআপ ছবি, দাঁড়ানো অবস্থায় সম্পূর্ণ সম্মুখভাগের একটি ছবি সহকারে তার সমস্যার বিস্তারিত বিবরণ সহকারে আমাদের ফেইসবুক পেইজের ইনবক্স, Mobile, Messenger, Whats App, Viber, Imo এর মাধ্যমে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন।
আপনাদের সবার কোথা চিন্তা করে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি, যার ফলে আপনারা ঘরে বসে, একান্তে মানসিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন। বিশেষজ্ঞ চিকিৎসক Mobile, Messenger, Whats App, Viber, Imo এর মাধ্যমে আপনার সমস্যা বিস্তারিত শুনবেন এবং প্রয়োজনীয় ঔষধ ও কাউন্সিলিং প্রদান করবেন আপনি সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত।
যোগাযোগঃ http://drkabirjewel.com/contact/