Prison Mental Health is A prime issue..

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

জেলের কুঠুরীগুলো কি আদৌ এতো প্রশস্ত হয় ? আরামদায়ক সোফায় গা এলিয়ে বসাও যায় … ;
খাবারগুলো কি এতো সুস্বাদু হয় ? এ কেমন জেল-রে বাবা, তাও আবার সেন্ট্রাল জেইল…….!!!!!
বাবুর্চী(Chefs)গণ সশ্রম কারাদণ্ডে দন্ডিত হয়ে দিন রাত
খেটেই যাচ্ছে….অন্তত ওদের কথা ভেবে হলেও চেখে এলাম সশ্রম কারাদণ্ডে দন্ডিতদের তৈরী খাবারগুলো….
তবে জেনে রাখা ভালো গুরুতর অপরাধহীন ফিনল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ইত্যাদি অনেক দেশের কারাগারগুলো এর চেয়েও ঢেড় বেশী আকর্ষনীয়, মৃদু অপরাধে অভিযুক্ত হলে এভাবেই আয়েশী কায়দায় বসিয়ে কাউন্সিলিং করা হয়, তবে নানাবিধ Triangular Questioning ও Cross Conversation এর মাধ্যমে তাকে অপরাধ স্বীকার করে নিতে বাধ্য করা হয় 🤧🤧 ; ক্রমাগত BAT(Behavioural Activation Therapy) -এর মাধ্যমে তাদের মাঝে অনুশোচনা তৈরী করা হয় 😥😪 ; এভাবেই সংশোধিত হয়ে ওঠে কিশোর অপরাধীরা; আর তুরস্ক, মালয়েশিয়া, কাতার ইত্যাদি মুসলিম দেশে SBM( Spiritualistic Behavioural Management) করে সরাসরি কোরআন ও হাদিসের জ্ঞান দিয়ে তার অপরাধের জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থণা করার সুযোগ করে দেয়া হয়। তবে হত্যা, ধর্ষন, রাহাজানী সহ ভয়ানক বর্বরোচিত অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের জন্য, শাস্তি প্রাপ্তি পরবর্তী ভিন্ন প্রেক্ষিতে অনির্দিষ্টকালের সংশোধনাগার রয়েছে।

Leave a Comment