Management of Violent Behaviour, Bangladesh Vs Global Concepts.
অধ্যাপক ডঃ এম এস কবীর জুয়েল।
বিভিন্ন দেশে দেশে ভয়ানক মানসিক(Violent, Arogant, Haughty, Suspicious) রোগীদের Management (Seclusion & Restraint) এর ক্ষেত্রে রকমারী ভিন্নতা রয়েছে, তাই আমরা এবারের আয়োজনে চারটি মহাদেশে কর্মরত ও নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত তিন জন মনোরোগ বিশেষজ্ঞে ও ২ জন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এর অভিজ্ঞতা শুনবো, আমরা আশা করি অবশ্যই স্বাস্থ্য মন্ত্রনালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমাদের এ আন্তঃমহাদেশীয় উদ্যোগে অনেক মূল্যবান তথ্য পরামর্শ পাবে, আমরা কাল আমাদের প্রেক্ষাপট থেকে Violent রোগীর চিকিৎসা পদ্ধতি সমূহ এবং Professional Misconduct vs Criminal Offence বিষয়টি আলোচনা করবো ঈন্সাল্লাহ…