An important Webinar regarding the ” Quality of Mental health patient Services for enhancing the upgradation of their life styles.”
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
আজকে রাতে(০৯/০৮/২২, রাত ৮ঃ০০ টায়)-র ওয়েবিনারে “মানসিক রোগীদের জীবনের গুণগত মান উন্নত করার বিষয়ে আলোকপাত করা হবে, “মন-ঘর” এর সকল সদস্য নিজ নিজ ওয়েব লিংক অনুসারে অংশগ্রহণ করবেন, মূখ্য আলোচক অধ্যাপক এন্ডে ডীয়ন। এ ওয়েবিনার এর সারাংশ ও উপযোগীতা-র বিষয়টি পরবর্তীতে বিকারগ্রস্ত মানসিক রোগীদের অভিভাবকদের জ্ঞাত করা হবে এবং আমাদের Website এ যুক্ত থাকবে। www.drkabirjewel.com Webinar with Prof. Anndy Dunn,”Quality of Life of Mental Patients”All the Members of “The Mind Home” are requested to join this upcoming webinar at 8 pm BDT ( 10 am Pacific, US & Canada).Our Media personal Mr. Kawser Ahmed will
Coordinate it to All.