অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল
- এমবিবিএস, বিসিএস, এম.ফিল (নিউরো-সাইকিয়াট্রি);
- ডক্টর অফ মেডিসিন – (এম.ডি) মনোরোগ;
- জে এস পি এন-ফেলো (JSPN-Fellow) -জাপান;
- সৌদি বিশেষায়ীত স্বাস্থ্য কমিশন সার্টিফাইড ইন সাইকিয়াট্রি;
- সৌদি বোর্ড এলিজিবল ইন সাইকিয়াট্রি এন্ড সাইকোথেরাপী;
- ভিজিটিং কনসালটেন্ট, মনোরোগ বিভাগ, আল জউফ মেডিক্যাল ইউনিভার্সিটি, সৌদি আরব;
- সহযোগী অধ্যাপক ও টেলি-সাইকিয়াট্রি কনসালটেন্ট
এশিয়ান ইন্সিটিউট অফ মেডিসিন সায়েন্স টেকনোলজি (AIMST), কেদাহ,
মালয়েশিয়া এবং শেখ কামাল সাইকিয়াট্রি হসপিটাল, বাহরাইন। - বিভাগীয় প্রধান, মনোরোগ বিভাগ,
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হসপিটাল, ঢাকা।
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল ২০০০ সনে বি.এস.এম.এম.ইউ-তে মানসিক রোগের ছাত্র হিসাবে ভর্তি হয়ে ২০০১ এ সহকারী সার্জন (বি.সি.এস) হিসাবে বরিশালে অবস্থিত বগুনায় পদায়িত হন, সেখানে মানসিক রোগের প্রশিক্ষণ ও সেবাদান এর ব্যবস্থা না থাকায় ২০০২ সনে ময়মনসিংহ মেডিকেল কলেজে জুনিয়র শিক্ষক (এ আর) হিসাবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৭ সন পর্যন্ত তিনি শিক্ষক হিসাবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মনোরোগ বিভাগ এর বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন।
ডাঃ এম. এস. কবীর জুয়েল ২০০৩-২০০৬ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, ২০০৬ সনে তিনি APA(American Psychiatry Association) এর সদস্য পদ(SL. No: 00001024) অর্জন করেন। ২০০৭ সনে মালয়সিয়ার “সাইকথেরাপী ও কাউন্সিলিং” এর ট্রেনিং গ্রহণ করে পরবর্তীতে কুয়ালালামপুর নিকটবর্তী কেদাহ এ অবস্থিত AIMST (Asian Institute of Medicine Science & Technology) –এ Senior Lecturer (সহকারী অধ্যাপক সমতুল্য) হিসাবে মনোনীত হন। ২০০৮ সনে টোকিওতে অনুষ্ঠিত ১০৪তম JSPN (Japanese Society for Psychiatry & Neurology) সম্মেলনে দুটি Scientific Paper উপস্থাপন করে JSPN Fellowship (https://www.jspn.or.jp/modules/english/index.php?content_id=24) অর্জন করেন। ২০০৯ সনে সৌদি সাইকিয়াট্রিক বোর্ড তাকে মনোরোগ বিশেষজ্ঞ ও শিক্ষক হিসাবে আল জউফ মেডিকেল বিশ্ববিদ্যালয়ধীন মানসিক ও মাদকাসক্তি হাসপাতালে নিয়োগ প্রদান করে, ২০১১ সনে তিনি প্রথম বাংলাদেশী মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে ‘Saudi Commission for Heath Specialty in Psychiatry’ (10-R-M-0327232)- কৃতিত্বের সাথে পাশ করেন। ২০১২ সন পর্যন্ত সৌদি আরবে অবস্থান কালীন সময়ে তিনি রিয়াদ এ অবস্থিত কিং ফাহাদ মেডিকেল সিটি (KFMC) হতে শিশু কিশোর মনোরোগের উচ্চতর ট্রেনিং নেন, কিং ফয়সল রয়েল হাসপাতাল এবং আল জউফ মেডিকেল বিশ্ববিদ্যালয়ধীন Dialectic Behavior Therapy) এবং মাদকাসক্তিজনিত মনোরোগ নিরাময়ে SBT (Spiritualistic Behavior Therapy) -এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। অদ্যবধি তিনি সৌদি স্বাস্থ্য মন্ত্রালয়ে Visiting Consultant Psychiatrist ও মালয়সিয়ার AIMST -তে Guest Associate Professor ও বাহরাইনে শেখ কামাল মানসিক হাসপাতালে Tele-Psychiatry Consultant হিসাবে নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য ২০১৩ সনে অসৎ সিনিয়র কেরানী(সচিব) ভূয়া মূক্তিযোদ্ধা নিয়াজ উদ্দিন মিয়া (বর্তমানে কয়েকশো কোটি টাকা পাচার করে কানাডায় কৃষক কৌটায় বেগম পাড়ায় স্থায়ী) কর্তৃক ও ২০১৬-১৭ -তে আরেক অসাধু দূর্নীতিবাজ কেরানী(সচিব) শহিদুল ইসলাম খানে(স্বাস্থ্যের মহা দূর্নীতিবাজ ঠিকাদার মিঠুর সহযোগী)-র মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদোন্নতিতে ব্যাপক দূর্নীতি হওয়ার পর থেকে ঘৃনাভরে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন পদবী, তাঁর প্যাড, কার্ড, ব্যানার, নেম প্লেট বা অন্যত্র লিখেন না, কেবল লীয়েন নিয়ে প্রবাসে মানসিক রোগ বিশেষজ্ঞ ও শিক্ষক হিসেবে থাকাকালীন সময়ের পদবী এবং অদ্যাবধি চলমান বেসরকারী মেডিকেল কলেজের সান্ধ্যকালীন পদবী ও বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টতা উল্লেখ করেন।