“Behavioural Neuromodulation to increase Neuroplastcity among affected Children”
Prof. Dr. M. S. Kabir Jewel
আমাদের ‘মন-ঘর’-এর সাথে সিংগাপুর ভিত্তিক
‘BRAINFIT’।
আজ সন্ধ্যে ৬ টায় অটিস্টিক শিশু এবং
দূষ্ট ও অতি চঞ্চল শিশু-কিশোরদের কচি মস্তিস্কে কিরুপে সহজ পদ্ধতিতে শিক্ষার উপকরন প্রবেশ করিয়ে তাকে Device Addiction ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে বিরত রাখা যায় — সে বিষয়ে আলোচনা হবে ;
উল্লেখ্য Ms Cheryl Chia, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি-র শিশু সাইকোলজি বিভাগ থেকে তার পোস্ট গ্রাজুয়েশন করেছেন, Ms.Chia এশিয়া-র একজন Renowned Clnical Child Psychologist cum “Neuro-physiotherapist”.
Mr. Kawser Ahmed, Media Coordinator; Dr. Afrose Sultana Tania, Clinical representative, NY,USA, Ms. Maimuna Sultana (SBT) & Mrs.Nourin Ahmed (RBT) of “The Mind Home” will organise necessary concerns..
আমি ‘মন-ঘর’ এর সকল সদস্যদের নিদিষ্ট সময়ে নিজ নিজ লিংকে যেয়ে আজকের গুরুত্বপূর্ণ এ Webinar –টিতে অংশ গ্রহণ করতে সব্বাইকে অনুরোধ করছি।
আচরন বা অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে শিশুদের দৈনন্দিন কার্যাবলীতে কাঙ্ক্ষিত ব্যবহার ও ধৈর্য্যশীল করে তোলাই এ বিজ্ঞান ভিত্তিক সেমিনারের উদ্দেশ্য —
“Behavioural Neuromodulation to increase Neuroplastcity among affected Children”.