চঞ্চলতা শিশুদের বিকাশের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু এই চঞ্চলতা যখন অতি চঞ্চলতায় পরিনত হয়, তখন তা পিতামাতা বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাড়ায়। শিশুরা অমনোযোগী, অত্যন্ত রাগী বা জিদ্দি হয়ে উঠতে পারে।আবার কখনও শিশুকিশোররা খুব অন্তর্মুখী হয়ে থাকে। সবার সাথে মিশতে বা খেলাধুলা করতে চায়না।একা থাকতে বেশি পছন্দ করে।শিশুকিশোরদের এধরণের সমস্যা নিরসনে এক্সট্রা কারিকুলাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এক্সট্রা কারিকুলামের মাধ্যমে অমনোযোগী, অতি চঞ্চল শিশুকিশোরদের মাঝে একাগ্রতা ও স্থিরতা এবং অন্তর্মুখী শিশুকিশোরদের মাঝে সামাজিক ভাব আদানপ্রদানে আত্মবিশ্বাস গঠন করা সম্ভব। শিশুদের স্বাভাবিক বিকাশে সহায়তা করার জন্য আমরা শিশুকিশোরদের কিছু প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি যেখানে একজন মনোরোগ বিশেষজ্ঞের অধীনে CST (Cognitive Stimulation Therapy), Art therapy, Karate Therapy, Sensory Integration Therapy, Dance Therapy, Music Therapy  প্রদান করা হয়ে। আপনার অতি চঞ্চল কিংবা অতি অন্তর্মুখী সন্তানটিকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন।

 

বিশেষায়িত শিশুদের জন্য আমাদের সচেতনতা

প্রশ্ন ফাঁস

   

Photo Credit: Khulshi Karate Club