আশি বছরোর্ধ (৮১) বৃদ্ধার উপলব্ধি, তার বুদ্ধিবৃত্তিক (Cognitive function) অবস্থানকে দৃঢ করেছে, She is not at all Dementic lady though crossed Eighty.

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

নির্বাচন নিয়ে চারকুড়ি বয়সী বৃদ্ধা জাহেদা বেগমের যত্তোটুকুন উপলব্ধি ও শংকা তার চার(৪)আনাও যদি নির্বাহী বিভাগের থাকতো, তবেই ক্রমশঃ নির্বাচনেআস্থা ফিরে আসতো।এ বয়সে তিনি স্মৃতিভ্রম রোগে ভূগে ভূলভাল বকতে পারতেন, যাকে আমরা Dementic irrelevant speech বলি, কিন্তু জাহেদা বেগম এ দেশের বিক্রিত হলুদ বুদ্ধিজীবিদের(University Professor,Beurocrate,Journalist etc) চেয়েও অধিক অধিক বেশী বুদ্ধিমান। এক বাক্যেই উনি EVM -এর স্বরুপ উম্মোচন করেছেন, —– SALUTE TO HER FOREVER.আপনার চিকিৎসা-র কোন প্রয়োজন নেই বুড়ি মা, এ দেশে চিকিৎসা দরকার পদলেহী অমেরুদণ্ডী প্রাণীদের,আপনি চিন্তা চেতনা ও স্মৃতিতে এ বয়সেও জাতির দিশারী।

Leave a Comment