“কালো মানুষদের মন ভালো”…

আমার দেখা George Floyd গণ…আমি কালো মানুষগুলোর মাঝে দেখছি অদ্ভুত এক শ্বেতশুভ্র চিত্ত…যারা না জেনে অযথা নিহত মার্কিন কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে মাদকাসক্ত, ছিচকে চোর বা ছিনতাইকারী বলছেন, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি,সে মোটেও সে রকম কেউ ছিলোনা। দূবৃত্ত কালো বা সাদা যে কেউ -ই হতে পারে,এটা নিছকই মন মানসিকতার ব্যাপার, এখানে বর্ণ বা চামড়া-র কোন ভূমিকা নেই।
যেমন এ ঘটনায় অবশ্যই ভয়ানক দূবৃত্তের খাতায় নাম লেখালো শেতাঙ্গ Derek Chauvin(44yrs), যে পুলিশ তার আরো চারজন সহকর্মীসহ হাঁটুতে দাবিয়ে George Floyd -কে শ্বাসরোধ করে হত্যা করেছে, একদা তারা দুজনেই একটি Night Club-এর গার্ড ছিলো,পূর্ব শত্রুতার জেরেই সে প্রকাশ্য দিবালোকে এ হত্যাকান্ড ঘটিয়েছে, যা তাদের গতানুগতিক বর্ণবাদী আচরণের নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ।আমাদের মাঝে যারা এলেক্স হ্যলী-র উপন্যাস হতে নির্মিত বর্ণবাদ বিরোধী জনপ্রিয় ধারাবাহিক The ROOTS টেলিভিশন সিরিয়ালটি দেখেছিলেন, তাদের নিশ্চয়ই মনে আছে কি নির্মম-নির্দয়-আর বর্বর নির্যাতন করা হতো কালো মানুষগুলোকে…আশির দশক থেকেই এ জন্য আমাদের দেশের মানুষের নিকট বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা জনপ্রিয়তা পেয়েছিলো।
পশ্চিমা শেতাঙ্গরা এতোটাই RACIST ও prejudiced ছিলো,এক সময় ওরাই পার্কে-করিডোরে লিখে রাখতো — Blacks & Dogs are not allowed.

মানবাধিকার গ্রুপগুলো সক্রিয় হওয়ায়,কালের বিবর্তনে তাদের মাঝে চিন্তা চেতনার পরিবর্তন এসছে;সংবিধানে বেশ কিছু আইন প্রনয়ণ করেছে..তারপরও এ আমেরিকাতে ওরাই মার্টিন লুথারকে হত্যা করেছিলো।

আইন তাদের বর্ণচোরা করে রাখলেও,সুযোগ পেলেই, White Supremacy -এর তারা বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে,করোনা পরিস্থিতিকে মোক্ষম সুযোগ মনে করে সাদা পুলিশগুলোর কালো মনের মুখোশ খুলে যায়,ওরা ভাবতেই পারেনি, এমন পরিস্থিতিতেও মানবতাবাদীরা বিক্ষুব্ধ হতে পারে, অবশ্য অনেক শেতাঙ্গ মানবাধিকার কর্মী এতে যুক্ত হওয়ায়, সাদা-কালো সবার মাঝে এ ক্ষোভ ছড়িয়ে পড়ে।
জর্জ ফ্লয়েড বার বার বলছিলো…… I can’t breath… I can’t move….
এ জন্যই বিক্ষুব্ধ প্রতিবাদীরা প্রায় ৪২ টি শহরে প্ল্যাকার্ড নিয়ে ঐ কথাগুলোই লিখে সহিংস হয়ে উঠেছে.., পরিস্থিতি এতোটাই নাজুক এই প্রথম আমেরিকান হঠকারী প্রেসিডেন্ট মি.ট্রাম্প নিজ জনগনের বিরুদ্ধে সেনা মোতায়েন করেছে, প্রাথমিকভাবে হোয়াইট হাউস প্রশাসন ওয়াশিংটন ডিসিতে সেনা সদস্য নিয়োজিত রাখলেও, অন্যান্য রাজ্যে তা মোতায়েনের হুমকি দিয়েছে।
অবশ্য শেতাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী Mark Thomas Esper, নিউইয়র্কের শেতাঙ্গ মেয়র Mr Bill de Blasio ও মিনেসোটা রাজ্যের কৃষ্ণাঙ্গ গভর্নর Mrs.IIham Omar সহ অনেক সাদা ও কালো সেলিব্রিটিগণ জনরোষে পুলিশকে আরো ধৈর্য্যশীল হতে বলেছেন,এবং সেনা মোতায়েনের বিষয়টি তাদের নিজ নিজ রাজ্যে সরাসরি নাকচ করে দিয়েছেন।
সুতরাং এটা অন্তত স্পষ্ট মানবতাবাদী সার্বজনীন সহানুভূতিশীল মানুষগণ এক ও অভিন্ন চিন্তার অনুসারী, তাদের চামড়ার রঙ যা-ই হোক,মন ও মননে তারা কুটিলতামূক্ত।
মজার বিষয় সারা দুনিয়ায় দাপিয়ে বেড়ানো মার্কিন
সেনারা ইতিপূর্বে কেবল বিভিন্ন দেশের সাধীনতাকামী মানুষদের হত্যা করেছে, নানাভাবে নানা কৌশলে অন্য দেশে নিরাপত্তা দেবার নামে প্রবেশ করে সেখানকার নাগরিকদের মাঝে বিভক্তি সৃষ্টি করে ওখানে স্থায়ী আবাস গেড়েছে।
আর নিজ দেশের চাকুরী-বাকরী, নাগরিক সেবা, ব্যবসা-বাণিজ্যে এখনো বৈষম্যমূলক আচরণ অব্যাহত রেখে কৃষ্ণাঙ্গদের বঞ্চিত করে চলেছে; অথচ তারাই আবার সারা বিশ্বে মানবাধিকারের অলীক ঝান্ডা ওড়ায়।
আমেরিকানদের এ হেন অমানবিক চিন্তা চেতনার সাথে অনেকেই নিজেদের অভিযোজিত করতে পারেননি..
তমধ্যে বিশ্বখ্যাত মূক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ক্লে অন্যতম..এ জন্য-ই যিনি খ্রিষ্টধর্ম পরিত্যাগ করে ইসলামে দীক্ষিত হয়েছিলেন —
দেখে নেয়া যাক পবিত্র কোরআনে এ বিষয়টি কিভাবে উল্লেখ রয়েছে–
“The creation of the heavens and the earth and the diversity of your tongues and colours are (also some) of His signs. Behold there are sure signs for the learned people in this (unity of mankind and Oneness of the Creator)” -Sura Ar Rum, Verse-22.
রাসুল(সাঃ) তার বিদায় হজ্জে সমগ্র মানবজাতিকে একক সত্তা হিসেবে উল্লেখ করেছেন,এক জাতির ওপর অপর জাতির প্রাধান্যকে বাতিল করেছেন,সাদা-কালোর বৈষম্য নিয়ে আলোকপাত করেছেন,তিনি কালো হাফসী দাস হযরত বেলাল-কে উচ্চাসনে অধিষ্ঠিত করেছিলেন,নিম্নের দুটি হাদিসে বিষয়টি স্পষ্ট —
In his famous Farewell Pilgrimage sermon, the Prophet (peace and blessings be upon him) declared: “O people! You are all to Adam and Adam was made of dust. No Arab is to be preferred over a non-Arab except by virtue of his piety.” In another hadith, he (peace and blessings be upon him) said: “Allah does not look at your images or your colors but He looks at your hearts (intentions) and your deeds. Creatures are the dependants of Allah and the closest among them to Allah are indeed the most useful to His dependants.”

Leave a Comment