মধ্যবিত্ত ও উঠতি উচ্চ মধ্যবিত্ত পরিবারের লোকজন উদ্দ্বেগ জনিত দুঃশ্চিন্তা(GAD)-য় বেশী ভূগছেন।

অধ্যাপক ডঃ এম এস কবীর জুয়েল।

২ বছর আগে আমরা করোনাকালে স্বার্থপর ধনীদের “”Panic Buying”” বা “আতংকগ্রস্থ কেনাকাটা” নিয়ে টিভি প্রোগ্রাম করেছিলাম এবং এ হেন আত্মকেন্দ্রীক হঠকারী কর্মকান্ডে সাধারন মানুষের মাঝে কি ধরনের দুঃশ্চিন্তা ও অনিশ্চয়তা সৃষ্টি হয় এবং তারা কিভাবে রোগী(GAD-Generalized Anxiey Disorder)-তে পরিণত হয়েছে, তা আলোচনা করেছিলাম।
জালানী তেলের মূল্য বৃদ্ধির পর হতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবার সেই পরিস্থিতি তৈরি হচ্ছে, কখনো ভোজ্য তেল কখনো চাল-চিনি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সংকট তৈরী হচ্ছে, অকটেন, ডিজেল এর মাত্রাতিরিক্ত দাম বাড়ার পর হতে সাধারণ মানুষের জীবন যাত্রায় নাভিশ্বাস অবস্থা, ৫৮% মানুষ তাদের প্রাত্যাহিক ব্যবহার্য্য দ্রব্যাদি ক্রয়ে হিমশিম খাচ্ছেন, পক্ষান্তরে ধনীক শ্রেণীর পুনরায় স্বার্থপর আচরন তাদের আবার মানসিক রোগীতে পরিণত করছে। সেইসাথে প্রতিদিন বিদ্যুৎ-এর লোড শেডিং গোদের ওপর বিষফোঁড়া রুপে আবির্ভূত হয়েছে।
বিদ্যুৎ এর অনিশ্চয়তায় ডিজেল কিনে জেনারেটর চালাতে উচ্চ মধ্যবিত্তরাই চিন্তিত, এপার্টমেন্ট লিভিং এর সার্ভিস চার্জ ৩০% বাড়িয়ে দিয়েও মাস শেষ হওয়ার আগেই সার্ভিস ম্যনেজারের তহবিল ফুরিয়ে যাচ্ছে, কারন দিনে ৩-৬ ঘন্টা জেনারেটর চালিয়ে সার্ভিস চার্জের অর্ধেক শেষ হচ্ছে।
আর্থ সামাজিক অবস্থা পর্যবেক্ষনে মধ্যবিত্ত ও উঠতি উচ্চ মধ্যবিত্ত পরিবারের লোকজন উদ্দেগ জনিত দুঃশ্চিন্তায় বেশী ভূগছেন কারন তাদের সামাজিক স্টেটাস বজায় রাখতে বেশ বেগ পেতে হচ্ছে।
ইউক্রেন যুদ্ধকে একটি ঠুনকো অজুহাত হিসেবে নিয়ে,বাণিজ্য মন্ত্রণালয়কে বৃদ্ধাংগুলি দেখিয়ে মজুদ্দারী ও Syndicated Marketing এখন রমরমা, যার ফলাফল — Three times increment of GAD(Generalised Anxiety Disorder).

Leave a Comment