প্রীতির কপালের তাজা রক্ত খচিত টিপ।

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

প্রীতি_র_কপালের #তাজা_রক্তখচিত_টিপ_মূল্যহীন,#অথচ_কৃত্রিম_টিপের_পেছনে_সাংসদসহ_তথাকথিত_তাঁবেদার_শ্রেণী_সরগরম।

“বৃটিশ পার্লামেন্ট” এর প্রতি ব্যঙাত্নক ছবিটা চিত্র শিল্পী ‘বাঙচি’ -র এক অনন্য সৃষ্টি ;
ইহা কয়েক মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছিলো; ব্রেক্সিট ইস্যুতে যখন ইংল্যান্ডের জনগণ দিশেহারা,সাধারণ মানুষের চাকুরী ও ব্যবসায় অনিশ্চয়তা দোলা দিচ্ছে, আর নিত্য ব্যবহার্য সামগ্রী ক্রয়ে মধ্য ও নিম্নবিত্ত বৃটিশরা নাকানিচুবানি খাচ্ছে, সেই সময় বৃটিশ এম.পি -রা তাদের সংসদ অধিবেশনে বাচাল রসাত্মক আলাপে মত্ত ছিলো, ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক ধাক্কা কাটাতে কোন গঠনমূলক উদ্যোগ নেওয়া হচ্ছিলো না, বরং বাংলাদেশের ‘টিপ’ ইস্যুর ন্যায় অমূলক অযাচিত আলোচনা চলেছিলো,’বাঙচি’ রাতারাতি ছবিটি এঁকে দৃশ্যপট পাল্টে দেন, চারিদিকে চরম সমালোচনার ঝড় ওঠে। আমাদের ও এমন একজন আঁকিয়ে শিল্পী-র খুব প্রয়োজন ছিলো….. চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়া উচিৎ ছিলো; জনগণের ট্যাক্সের টাকায় শীততাপ নিয়ন্ত্রিত বিশালাকায় অট্টালিকায় বসে তোমরা কতোটা অপ্রয়োজনীয় আলাপে মত্ত থাকো, যার প্রতি মিনিটের বিদ্যুৎ খরচ কয়েক হাজার টাকা, অথচ তাদের আলোচনায় থাকা উচিৎ ছিলো — (১) টিসিবি-র ট্রাকের পেছনে হতদরিদ্র শত সহস্র ঘর্মক্লান্ত নারী-পুরুষের সারী সারী দীর্ঘ লাইন কিভাবে কমিয়ে আনা যায়, (২) রমজানে দ্রব্য মূল্যের লাগামহীন ঘোড়া কিভাবে টেনে ধরা যায়,(৩) কিরুপে ট্রাফিক জ্যম কমিয়ে মানুষের কর্মঘন্টা বাড়ানো যায়,(৪)পানি-গ্যাস এর সংকট থেকে কি উপায়ে নগরবাসীকে মূক্ত করা যায়(৫)আইন শৃংখলা রক্ষায় সাংসদগণ কতোটা ভূমিকা রাখতে পারে?


কিন্তু এসব নিয়ে তাদের তেমন কোন ভ্রুক্ষেপ আছে বলে মনে হয় না, বরং সাম্প্রতিক আলোচনায় চলতি সংসদের অন্তঃসার শূন্যতাই ফুটে উঠেছে।
১২-টি মানবাধিকার সংগঠন র‍্যবের প্রতি কঠোর হওয়ায় পুলিশ প্রশাসনের কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ইতোমধ্যে বিচার বহির্ভূত হত্যা কমেছে, গুম ও কিছুটা কমে এসছে। যখন-ই সৎ পুলিশ সদস্যদের মাঝে কিছুটা জনপ্রীতি ভাব তৈরী হচ্ছে, ঠিক তখন-ই কপালে
লাল তিলক লেপ্টে তাদের প্রতি সাধারণ মানুষকে উস্কে দেয়ার প্রবনতা দেশের জন্য অশুভ; পক্ষান্তরে উক্ত পুলিশ সদস্যের হোন্ডার পেছনে তার গর্ভবতী স্ত্রী ও ছিলো(Obviously visible on CCTV footage)বলে জানা যায়, যিনি উক্ত পথচারী মহিলা-র সাথে সংঘর্ষে আঘাত প্রাপ্ত হয়েছিলেন, ‘টিপ নাটিকা’-র অভিনেতাগণ ও তাদের বয়োজ্যেষ্ঠ অভিনেত্রী
এ সত্যটি সম্পূর্ণ সুকৌশলে এড়িয়ে গিয়েছেন।
যাহোক বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে,কিন্তু তিল কে তাল করার প্রবণতা থেকে বেরুতে পারেনি সুযোগ সন্ধানীর দল , এ সামান্য উপেক্ষনীয় ইস্যুতে থমকে গেছে বহু রাষ্ট্রীয় ও জনজীবনের গুরুত্বপূর্ণ সংবাদ, পানসে হয়ে যাচ্ছে সংসদের বক্তব্য সমূহ; মাঝে মাঝে নিজের অজান্তেই হেসে উঠি আর ভাবি যে দেশে ৮৭ বার চার্জশীটের তারিখ পাল্টেছে আলোচিত সাগর-রুনি হত্যাকান্ডের,যে দেশে কিশোরী তণুদের হত্যার অর্ধযুগ পেরিয়ে গেলেও মূল তিন আসামী ছাড়া কেবল বাকিদের DNA Sample নেয়া হয়েছে, যে দেশে খোদ রাজধানীর ব্যস্ত রাস্তায় রাজনৈতিক ক্যাডারদের গোলাগুলিতে দরিদ্র পিতার একমাত্র উপার্জনক্ষম কণ্যা প্রীতি-র বুক-কপাল ফুঁড়ে লাল টকটকে রক্ত ঝড়তে থাকে , আর অসহায় পিতা ভূক্তভোগী অন্য পিতাদের পদাংক অনুসরণ করে বলে ওঠে “আমি বিচার চাইনে,আল্লাহ এর বিচার করবে”, সে দেশে-ই আবার ‘টিপ টিপ্পনী’-র মহা সমারোহে বিচার হচ্ছে — প্রীতি -র তাজা রক্ত খচিত টিপ মূল্যহীন, অথচ কৃত্রিম টিপের পেছনে সাংসদসহ তথাকথিত তাঁবেদার শ্রেণী সরগরম; সাবাস শিল্পী ‘বাঙচি’, সাবাস ; তুমি কেবল বৃটেনের নয় তাবৎ দুনিয়ার মনুষত্যহীন ‘Fake Law Maker’ টিপওয়ালা-দের মুখোশ উন্মোচিত করেছো, তুমি একজন সার্বজনীন চিত্রকর।

Leave a Comment