চন্দ্র থেরাপী।

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

#Moon_Therapyচাঁদ সত্যি-ই মানুষের ওপর যথেষ্ট প্রভাব ফেলে, জীবন সায়াহ্নে থাকা বার্ধক্যের প্রান্তে পৌঁছে যাওয়া মানুষকেও রোমান্টিক করে তোলে, আমার ধারনা অলড্রিন সেই চাঁদের স্মৃতি রোমন্থন করেই এখনো যৌবনকে ধরে রেখেছে ও নব উদ্দোমে প্রেম ও বিয়ের পিড়িতে বসে চলছে। বাংলা ও কেবল হিন্দী নয়, চাঁদ নিয়ে প্রতিটি ভাষায় অসংখ্য রোমান্টিক গান রয়েছে, চাঁদের সাথে প্রেয়সীর মুখাবয়বের তুলনা তো বাংলা গীতিকারদের প্রধান বিষয়বস্তু। ইংরেজ গীতিকাররাও পিছিয়ে নেই, O Karen এর Duet Moon Song তো বেশ জনপ্রিয় —I’m lying on the moonMy dear, I’ll be there soonIt’s a quiet starry placeTime’s we’re swallowed up in spaceWe’re here a million miles away….গানের কথা থাক, আমি খুব চিন্তিত ৩ জন ক্লায়েন্টের বাবা-মাদের নিয়ে ____ঠিক এই মূহুর্তে দুজন পরিণত সামর্থ্যবান পুরুষ ও একজন যুবতী নারী আমার অধীনে চিকিৎসাধীন রয়েছে, এদের প্রধান সমস্যা বিবাহে অনীহা,প্রথমে বিবাহ ভীতি মনে হলেও এখন তা রীতিমতো প্রায় Delusion এ গিয়ে পৌঁছেছে। ঔষধের সাথে সাথে নানা রকম ‘Cognitive framework based Therapy’ চলছে, তবুও আশান্বিত হতে পারছিনে, হঠাৎ অল্ড্রীন এর ৯৩ বছরে নব বিবাহের সানাই বাজতে দেখে মনে হলো, “Moon Therapy” হলেই কেবল রোগীগুলোকে দ্রুততম সময়ে বিবাহমুখী করা সম্ভব, কিন্তু কিভাবে তাদের চাঁদের দেশে পাঠাবো,লঞ্চ স্টীমারে চাঁদপুর যাওয়া আর চাঁদে যাওয়া তো আর এক কথা নয়, তবে শুনেছি ইলন মাস্ক তার ‘SPACE -X’ এর মাধ্যমে বিলিয়নারদের চাঁদ ভ্রমন করাচ্ছে, প্রতিষ্ঠানটির এ উদ্যোগ প্রশংসনীয়….অন্তত আমারিকান সাইকিয়াট্রিস্টরা ‘Moon Therapy’–এর প্রয়োগ শুরু করতে পারবে,আমি APA (American Psychiatric Association) এর সদস্য হয়েছি ২০০৬ এ, তাই পুরোনো মেম্বার হিসেবে কিছু চিরকুমার বাংলাদেশীকে অন্তত পক্ষে NASA এর নকল ‘চাঁদ থেরাপি’ দেওয়া যায় কিনা সে নিয়ে ই মেইল করেছি, Moon Therapy সফল হলে, ইহার নাম “Oldrin Therapy” ও হয়ে যেতে পারে ….এমন ও তো হতে পারে কৃত্রিম চাঁদ এর সংস্পর্শে তাদের Marital Receptor উদ্দিপিত হয়ে উঠলো, সেই প্রত্যাশায় রইলাম।[Actually it’s a Fun post, Practically Pre-Marital Therapy, SBT(Spiritualistic Behaviour Therapy)Relaxation Therapy are the best options with slight anti depressants ]

Leave a Comment