কর(Tax)যেনো প্রান্তিক গোষ্ঠীকে দুঃশ্চিন্তাগ্রস্থ না করে।

অধ্যাপক ডঃ এম এস কবীর জুয়েল।

সাধারনের জন্য করমূক্ত আয় ৪ লাখ পর্যন্ত হলে আরো ভালো হতো।
আর পর্যাপ্ত আয় না হলেও, TIN থাকলেই সবাইকে ২০০০/ দেয়াটা অযৌক্তিক; কারন অনেক ছা-পোষা সরকারী কর্মচারী ইতোপূর্বে তাদের বেতন ভাতা-র জন্য নিয়মানুগ TIN নাম্বার নিয়েছিলো, এখনও তাদের বেতন বাড়েনি, যদি তারা সৎ জীবনে অভ্যস্ত হয়, তাদের ওপর এটা উপরি চাপ হয়ে গেলো, তাছাড়া ইতোমধ্যেই টিন ধারীদের অনেকেই অবসরে গিয়েছেন, কেউ কেউ নাগরিক অধিকার অক্ষুণ্ণ রাখতে টিন সারেন্ডার করেনি, তবে এ প্রান্তিক শ্রেনীর জন্য এ ধরনের করারোপ দূঃশ্চিন্তা ও উদ্দেগের বিষয় হয়ে দাঁড়াবে। আশে পাশের দেশ গুলোতে এ ধরনের কোন নিয়ম নেই, মধ্যপ্রাচ্যর কোন দেশে নেই, কেবল ইউরোপ আর আমেরিকার দেশগুলোতে Citizen rights কঠোর ভাবে পালিত হয় এবং স্বাস্থ্য সহ সকল সেবায় অগ্রাধিকার দেয়া হয়, তাই কিছুটা রয়েছে। সুতরাং IMF এর সব শর্ত পালনে আমরা বাধ্য নই।

Leave a Comment