The “Mind-Home” Got an international Scholarship……

অধ্যাপক ডঃ এম এস কবীর জুয়েল।

করোনাকালের অফুরন্ত অবসরে Apply করেছিলাম,ভেবেছিলাম দ্রুত Reply পেলে কাজ শুরু করবো, একটি Multi Ethnic Studies…
অবশেষে Scholarship –টি হাতে এসে পৌছলো,
প্রায় ভূলতেই বসেছিলাম, কারন Multinational Competitions -এ আমি নিতান্ত ক্ষুদ্র একজন Psychiatrist , খুব শংকায় ছিলাম যে আদৌ কোন সুযোগ পাই কিনা, বিলম্ব হয়েছে তবে তারা আমাকে নিরাশ করেনি, আমার Concept Paper খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন, Mrs.Denvar তখন -ই বলেছিলেন চেষ্টা করবেন Least Developed Countries থেকে কিছু
অংশগ্রহণ করাতে, No doubt She kept her Commitment. Thanks to her and Anne Brasch Verhagen. যদিও বা করোনাকালের মতো এখন তো কোন অবসর নেই, কিন্তু Commitment তো রাখতে হবে আমাকেও, তাছাড়া Amnesty international এর সাথেও আমি Committed.
” Prevalence of DMDD among the Toddlers of the affected families Where Absconding /Missing / Enforced disappearance happened with the major attachment figures.”
Psychiatrists from Egypt, Saudi Arabia,Ireland,China,Palestine ,Kashmir, Syria,Iraq,Yemen,Libia,Haiti,Congo and some other central African Nations.
কখনো কখনো Govt. Service শূভ উদ্দোগের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, হুট করে সেমিনার -সিম্পোজিয়ামে অংশগ্রহণ করা যায়না,GO (Govt.Order) আবশ্যক হয়, তাছাড়া Lien বা খণ্ডকালীন Study Leave পেতেও চিঠি চালাচালি করতে যথেষ্ট সময় ক্ষেপন হয়, এ দেশের ঐ রঙালয়ে খাজনার চেয়ে বাজনা বেশী, আমি বরাবরই সকালের চাকুরীটাকে গৌণ মনে করি, কোন innovation নেই, না আছে কোন স্বচ্ছতা ; তবে প্রান্তিক গোষ্ঠীর মানসিক সাস্থ্যের জন্য একটা প্ল্যাটফর্ম প্রয়োজন,সকালকার প্ল্যাটফর্মে নিঃসন্দেহে এ মানুষগুলোর কিছুটা হলেও উপকার করা সম্ভব,বৈকালিক চেম্বারে ওদের পাওয়া দুস্কর,তাছাড়া লেকচার ক্লাশের মাধ্যমে এমবিবিএস স্তরে Psychiatry -কে পরিচিত করতে সকালের অথর্ব চাকুরীটার আবশ্যিকতা এখনো রয়েছে, After all এই মেডিকেল ছাত্র-ছাত্রী গুলোই একদিন বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক হবে এবং এ দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়বে।
DMDD(Disruptive Mood Dysregulation Disorder) is most vulnerable state of mind among adolescents that might be reflected with Bipolar Mood Disorder(BMD).
আমরা নানাবিধ স্টেজিং ও পদ্ধতি প্রয়োগ করে শিশু কিশোরদের অপ্রত্যাশিত ও অযাচিত আচরনগুলোকে প্রশমন করে থাকি তমধ্যে ‘নিয়মিত স্কেচখাতার জওয়াবদিহীতা’ ও ‘Art therapy sessions’ অন্যতম —
https://drkabirjewel.com/2022/03/19/%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%87%e0%a6%82-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%a6/

Leave a Comment