প্রেগন্যান্সি পিরিয়ডে এবং সন্তান জন্মদানের পর অনেক সময় মানসিক চাপ, পারিবারিক প্রেশার, হরমোনাল পরিবর্তন বিভিন্ন কারণে মায়ের মধ্যে নানা মানসিক পরিবর্তন যেমন খিটখিটে মেজাজ, অবসাদ, হঠাৎ মন খারাপ হওয়া, বিষণ্ণতা ইত্যাদি দেখা যায়। বিষণ্ণতায় আক্রান্ত মায়েরা দুধের শিশুদের  শারীরিক আঘাতও করে থাকেন, যা অবুঝ শিশুর শরীর ও মনের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং সময়মত চিকিৎসা না করলে এ মানসিক পরিবর্তন মারাত্মক রূপ ধারণ করতে পারে। তাই যারা এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তারা দেরী না করে মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। যেকোনো অসুস্থতা নিজের মাঝে চেপে রাখলে তা একসময় আত্মঘাতী হয়ে দেখা দেয়। অন্য সব অসুস্থতার মত মানসিক অসুস্থতাও এমন একটি অসুখ, যা সময়মত চিকিৎসায় সম্পূর্ণ সেরে যায়। অনেকে মানসিকভাবে প্রচণ্ড চাপের মধ্যে থেকেও বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে অনিচ্ছুক থাকেন লোকলজ্জার ভয়ে। নিজের অসুস্থতা নিয়ে নিজে সচেতন হোন, এবং এগিয়ে আসুন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার এবং আপনজন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

 

 

 

 

যোগাযোগঃ http://drkabirjewel.com/contact/