আন্তর্জাতিক মানবাধিকার দিবস -২০২১

অধ্যাপক ড. এম. এস. কবীর জুয়েল।

আজ ১০-ই ডিসেম্বর, “আন্তর্জাতিক মানবাধিকার দিবস”, বাংলাদেশের প্রেক্ষিতঃ বিবেচনায় ২০২১ সালের প্রথম দিকে বেশ কয়েকজন Human Right activists – নিয়ে এমনেস্টি ইন্টারন্যাশনাল একটি Webinar এর আয়োজন করে, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে Psychiatrist হিসেবে Mental Health arena –তে Human rights issues – নিয়ে আমাকে আলোচনায় অংশগ্রহণ করতে হয়,
— এদেশের জেলখানাগুলোতে বন্দীদের মানবাধিকার, বিরোধী মতাদর্শদের মানবাধিকার ও আমাদের মতো ক্ষুদে মানবাধিকার লেখকদের স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয়।
প্রায়শঃই অনেক বিষয়ে এমনেস্টি ইন্টারন্যাশনাল আমাকে ই-মেইল করে মতামত নিয়ে থাকে, এতে যেমন Global issues থাকে(eg:Human rights in Afghanistan-Especially for women; Dron throwing issue in Yemen, Rebel group conflicts in South Sudan, Rohingya refugees & Myanmar’s diplomatic strategic alliance, SERIOUS HUMAN RIGHTS ABUSE IN XINJIANG- CHINA etc), তেমনি আমার নিজ দেশের বিষয়গুলো নিয়েও উদ্দেগ প্রকাশ করে।
এবারের প্রতিপাদ্য বিষয়টি বেশ মজার — Write for Rights….. Amnesty international -এর মতে
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা একটি অন্যতম প্রধান মানবাধিকার ইস্যু, পাশের দেশ মায়ানমার সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ ও আফ্রিকার অনেক দেশের অবস্থা আরও শোচনীয়।
Human Rights Day is celebrated annually around the world on 10 December every year. The date was chosen to honor the United Nations General Assembly’s adoption and proclamation, on 10 December 1948.

Leave a Comment