সন্দেহজনক, সুপ্তমনা ভয়ংকর মানুষগুলোকে খুঁজে বের করুন, ওদের মাঝে নিজ ধর্মীয় অনুশীলনের চর্চা(SBT)-কে প্রাধান্য দিন

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।


সমাজ পরিবর্তনের জন্য কেবল কোন গোষ্ঠী বা পক্ষকে দায়িত্ব দিয়ে বসে থাকা উচিৎ নয়,মাসে অন্তত একদিন আমরা আমাদের আশপাশের বখেঁ যাওয়া তরুণগুলোকে নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে পারি, ওদেরকে বিপথগামী হওয়া থেকে যতোটা সম্ভব রক্ষা করতে চেষ্টা করতে পারি।ইহা আইন শৃংখলা রক্ষা বাহিনীর কাজ, ইহা প্রশাসনের কাজ ইত্যাদি বলে বলে নিজেরা নিরব থেকে কেবল অন্যের ওপর কর্তব্য চাপাতে ক্রমশ: ব্যস্ত হয়ে পড়ছি। আমরা অতি মাত্রায় আত্মকেন্দ্রীক হয়ে উঠছি,কোন ✊ রকমে কেবল নিজ শিশুকে নিরাপত্তা দিতে হবে, কেবল নিজেকে বাঁচিয়ে চলতে হবে,নিজের সম্পদের সুরক্ষা করলেই হলো, অন্যের বিষয়টি দেখার বা শোনার ন্যুনতম সময় আমার হাতে নেই, এই ধরনের মানসিকতা সুস্থির সমাজ বিনির্মানের প্রধান অন্তরায়। কার্যকরী পদক্ষেপ নিতে হলে সার্বজনীন চিন্তা চেতনার বিকাশ ঘটাতে হবে। এডিস মশার বংশ বিস্তার রোধে যেমন আপনি আপনার আশপাশ পরিস্কার করছেন;কোথাও পানি আবদ্ধ হয়ে থাকলে সেই ডাবের খোসা বা পুরোনো টায়ারটি হতে পানিগুলো দ্রুত সরিয়ে ফেলছেন,ভাবছেন যে কোন মুহুর্তে দূবৃত্ত মশাটি আপনার সোনামণির গায়ে হুল ফুটাতে পারে, তেমনীভাবে এঁদের বিষয়েও ভাবুন, প্লিজ ভাবুন।সন্দেহজনক, সুপ্তমনা ভয়ংকর মানুষগুলোকে খুঁজে বের করুন,ওদের মাঝে নিজ ধর্মীয় অনুশীলনের চর্চাকে প্রাধান্য দিন,ওদের মনস্তাত্ত্বিক দিকটি পর্যালোচনা করে সঠিক পরামর্শ দিন,যুগে যুগে ব্যক্তিকেন্দ্রীক প্রচেষ্টার সম্মিলিত নেতৃত্বই সমাজ শুদ্ধিকরণে সহায়তা করেছে, আসুন আমরাও সেই প্রচেষ্টায় সামিল হই। সমাজকে পরিশীলিত করতে, নির্বিঘ্ন করতে, সবার ঊর্ধ্বে সার্বজনীন বিষয়গুলোকে গুরুত্ব দিন। ওদেরকে সংশোধন করুন অথবা রুখতে নিজ ক্ষেত্র হতে প্রয়োজনীয় ভূমিকা রাখুন। (উল্লেখ্য এখানে প্রদত্ত ছবিগুলো প্রতিকী চিত্র হিসেবে ব্যবহৃত হয়েছে, ইহা তাদেরকে নির্দিষ্ট কোন অপরাধী বলে কোনভাবেইচিত্রিত করেনা) আসুন বিশ্বনবীর আদর্শের ভিত্তিতে সুন্দর ও সাবলীল আহবানের মাধ্যমে ওদের সংশোধনের চেষ্টা করি ——-The Prophet ṣallallāhu ‘alayhi wa sallam (peace and blessings of Allāh be upon him) said: “Nothing will be heavier on the Day of Resurrection in the Scale of the believer than good manners. Allah hates one who utters foul or coarse language.” [At- Tirmidhi].

Leave a Comment