সশ্রদ্ধ অভিবাদন এ মনোবিদ-কে।
–#মানুষের_দুঃখ_শুনুন_ও_তাকে_হালকা_করুন—#সিগমন্ড_ফ্রয়েড_এর_আজ_জন্মদিন; ৩য় বর্ষের মেডিকেল স্টুডেন্ট থাকাবস্থায় যিনি সাইকোলজি ও ফিলোসোফি-র দিকে ঝুকে পড়েন। পরবর্তীতে নিজেকে একজন মনোবিজ্ঞানীরুপে প্রতিষ্ঠিত করেন এবং মনোবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, মূলত তিনি-ই আধুনিক সাইকোলজির জনক; সশ্রদ্ধ অভিবাদন এ মনোবিদ-কে। আমাদের অনেক পোস্ট গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের মাঝে ক্লায়েন্টের কথা শোনার প্রবণতা কম, এমন ক্লিনিক্যাল সাইকোলজী ও স্কুল সাইকোলজীতে যারা আমার অধীনে প্রশিক্ষণরত, তাদের মাঝেও দ্রুততার সাথে রোগী বা ক্লায়েন্ট সেশন শেষ করার অভ্যাস তৈরী হচ্ছে; যা ফ্রয়েডের চিন্তা চেতনা-র সম্পূর্ন বিপ্রতীপ, আরো ধৈর্য্য সহকারে দুঃখী মানুষ গুলোর কথা শ্রবণ করতে হবে, তাহলেই তাদের হদয়ের কষ্ট-বেদনা-দ্বন্দ্ব বের করে আনা সম্ভব।