কিডনী রোগাক্রান্ত ও বিষন্নতাগ্রস্থ রোগীদের জন্য ‘মন-ঘর’ সাথে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মত বিনিময়।
#Dear_Colleagues_of_Mind_Home_Prepare_yourselves_to_face_Global_Experts’মন-ঘর’ সংশ্লিষ্ট সকল কনসাল্ট্যন্ট চিকিৎসক,সেবিকা,ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার ও RBT(Registered Behaviours Technicians)-দের ‘Major Depressive Disorder with Chronic Kidney Disease’ বিষয়কআন্তর্জাতিক ওয়েবিনার-টিতে অংশ করার অনুরোধ করা হচ্ছে। আর ঠিক ১২ ঘন্টা পরেই জটিল কিডনী রোগী(CKD)-দের হতাশা(MDD) কালীন সময়ের চিকিৎসা সেবা ও আনুষঙ্গিক অন্যান্য মেডিকেল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু হবে, The Mind-Home and its respected official staffs are joining on this international webinar at 10:45 pm to-night(18/04/24) Prof.Peter Rossing,MD(Psych),University of Copenhagen ; Prof.Jennifer Lees, MRCP(Neph) PhDUniversity of Glasgow; Prof.Maarten Taal, Professor(Clinical Psychology) University of Nottingham; will deliver their worthy lectures…