Narcissistic Personality কি কেবল-ই নাক উঁচু কোন ব্যক্তিত্ব?
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
This pic was published in an international Medical Journal to create awareness about Narcissistic Personality Disorder—নিজের সদা অগ্রগণ্য অবস্থান প্রত্যাশায় ব্যতিব্যস্ত থাকে আমাদের চারপাশের কিছু মানুষজন, সব কিছু ছাপিয়ে অন্যের অধিকার হেয় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে উদ্যত থাকে কেউ কেউ…আত্মরতি বা আত্মমগ্নতা বা অত্যধিক আত্মতুষ্টি হেতু নিজেকে অগ্রসরমান গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে বাড়তি দৃষ্টিকার্ষন অনেক ক্ষেত্রে পাবলিক প্রব্লেম বাজনসমস্যা সৃষ্টি করতে পারে, এ সময় ব্যক্তিটি ধরাকে সরা জ্ঞান করে থাকে, অনাকাঙ্ক্ষিত আচরণ বা অরসভাষী হয়ে রুঢ় মেজাজে আসাভাবিক আচরণে অভ্যস্ত হয়ে ওঠে, তবে ব্যক্তিত্বের ঠুনকো অহমিকা ও নিজের প্রতি অলীক গুরুত্বারোপ নিমিষেই হারিয়ে যায়, যদি কেউ তার ভুলগুলো ধরিয়ে দিতে সক্ষম হয়, অথবা কারো কাছ হতে অনাহুত সমালোচনার মুখোমুখি হয়। তবে সে নিজেকে সামলে নিতেও সক্ষম, এবং পরিবর্তিত পরিস্থিতিতে আবার কিছুটা সংযত হয়ে সমঝে চলতে অভ্যস্ত। এ প্রকার মানসিকতা ব্যক্তিত্বের অংশ হয়ে গেলে সে নার্সিসিজম নামক ব্যক্তিত্বসম্পন্ন মানুষ , এই মানসিকতা নিজের ও অন্যদের জন্য বিব্রতকর পরিস্থিতির তৈরী করতে থাকলে সে অবস্তুনির্বন্ধ আত্মরতিমূলক সমস্যাগ্রস্ত মানুষ। এ ধরনের ব্যক্তির সংস্পর্শে এলে প্রথমেই আপনি নিজেকে সামলে নিন ও কৌশলে বন্ধুত্য অক্ষুণ্ন রেখে তার ওপর প্রভাব ফেলতে ক্রমানুযায়ী বিভিন্ন পদক্ষেপ নিন। আপনার নিজের ধীর, স্থীর, পরোপকারী অবস্থান তাকে পরোক্ষভাবে জানাতে চেষ্টা করুন। আলোচনা করুন, পরসেবা শুধু অপরকে সাহায্য করা নয় বরং নিজেকেও উচ্ছ্বসিত ও আনন্দিত করে তোলে, তাকে অনুকরনশীল করে তুলতে নিজ মহিমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে স্মরণীয় ও বরণীয় হবার উদাহরণ দিন।