ঘরোয়া পোষ্য প্রাণী (Pet phobia) ভীতি কি মানসিক রোগ?
অধ্যাপক ডঃ এম এস কবীর জুয়েল।
“প্রাণী-ভীতি” বা “Zoophobia” কাটাতে ঘরের ফার্নিচারেও পরিবর্তনের প্রয়োজন হয়…. যা Behavioural Modification Programs with Graded Exposures -এর মাধ্যমে ফলপ্রসু করা হয়। এখানে দেশী একজন Carpenter দিয়ে চারটি প্রাণীরশরীরের বিভিন্ন অংশ সমন্নয়ে তৈরী একটি খাট দেখা যাচ্ছে… অযৌক্তিক, অযাচিত ও মাত্রাতিরিক্ত ভীতি-কে Phobia বলা হয়ে থাকে, সাপ বা ব্যঘ্র কিংবা এ জাতিয় হিংস্র ভয়ংকর প্রাণী হতে উদগত ভয়কে অত্যন্ত যৌক্তিক বা ‘Absolutely Rational Fear’ বলবো আমরা কিন্তু একই মানুষের মাঝে যখন তেলাপোকা, টিকটিকি, কবুতর, হাঁস, মুরগী কিংবা ভেক্সিনেটেড পোষা বিড়াল-কুকুর-খরগোশ ইত্যাদি হতেও সম পরিমান ভীতি তৈরী হবে, উহাকে কক্ষনোই গ্রহণযোগ্য বলে বিবেচিত করা যাবেনা, এদের Zoophobic বলা হয়ে থাকে, সাধারণ্যে এর মাত্রা একেবারে কম নয় তবে মহিলা ও মেয়ে শিশুদের ক্ষেত্রে তুলনামূলক বেশী হয়ে থাকে। হাল্কা Anti anxiety drugs and Anti Panic drugs এর সাথে Behaviour Therapy এর মাধ্যমে আচরনগত সমস্যার ধীরে ধীরে পরিবর্তন এনে এ ধরনের ভীতিকে সহজেই দূরীকরন সম্ভব। Zoophobia is an extreme fear of animals. Many people who have zoophobia fear one specific type of animal. Others fear many types of animals or all animals. The fear of animals is a type of anxiety disorder called a specific phobia. Specific phobias are intense fears of certain objects, situations, people or animals.(Bangladeshi client/patient didn’t permit her photograph, so here we quoted a Chinese pic)