The “Mind Home” মনঘর এর আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস পালন।
অধ্যাপক ডঃ এম এস কবীর জুয়েল।
গত ৩১-শে মে ছিল “আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস” — এ উপলক্ষ্যে আজ জুম্মাবার(০২/০৬/২৩) ছুটির দিনের অপরাহে “মন-ঘর” এর পক্ষ থেকে তামাক ছেড়ে অধুমপায়ী হয়ে ধুমপান ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করছে –এমন কয়েকজন সমাজ সচেতন তরুনদের শুভেচ্ছা ও অনানুষ্ঠানিক আপ্যায়িত করা হয়।
যেসব নারী তাদের পরিবারে বা প্রতিষ্ঠানে কলিগদের মাঝে তামাক ও মাদক বিরোধী প্রচারণায় ভূমিকা রেখেছে, তাদেরও মূল্যায়িত করা হয়েছে।
Team members of “The Mind Home” who gave their efforts to make such a successful programme… Thanks to all.
WWW.drkabirjewel.com