নিজেকে ধীক্কার দিচ্ছি।
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
নিজেকে ধীক্কার দিচ্ছি, কেন গাঁটের পয়সা খরচ করে সুদূর ক্যনবেরায় এই অস্ট্রেলিয়ান পার্লামেন্ট দেখতে গিয়েছিলাম;যেখানে বসে থেকে ‘ফ্রেসার এনিং’ (পেছনের সারিতে বসা)-দের মতো চরম মুসলিম বিদ্দেষী বর্ণবাদী সিনেটরগুলো নির্লজ্জভাবে বর্বর হত্যাকাণ্ডের বিপক্ষে দুঃখ প্রকাশ না করে নিজ দেশীয় উগ্র ধর্মান্ধদের সাফাই গেয়ে বরং নিরীহ মুসলিমগুলোকে দায়ী করছে। এরা তথাকথিত নারীবাদী অথচ উপাসনালয়ে একজন নারীর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেও ওদের বর্ণবাদী চিন্তার কোন পরিবর্তন হয়নি,নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে নিজ দেশের ক্রিকেটারদের আমাদের দেশে পাঠাতে কতো দেন দরবার করেছিলো, আমরা ভূলিনি ; অথচ আমাদের ক্রিকেটারগুলোকে প্রায় মৃত্যুর মুখোমুখি করলো,কিন্তু তবুও পার্লামেন্টে কোন দুঃখ প্রকাশ নেই বরং কেবল অভিবাসী মুসলিমদের সমালোচনা, অভিবাসন দফতর থেকেও তার কোন প্রতিবাদ নেই,অভিবাসীরা আছে বলেই ওরা সুখ সাচ্ছন্দ্যকে ধরতে পেরেছে, অভিবাসী মুসলিমদের অনেক অবদান রয়েছে,শহীদ ড.সামাদ শুধু ঔ মসজিদের ঈমাম-ই নন,শিক্ষকতার পাশাপাশি অনেক সামাজিক কর্মকান্ডে তিনি জড়িত ছিলেন,আমরা নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করছি। অভিবাসীদের মানসিক সাস্থ্য নিয়ে আমাকে কাজ করতে হয়, তাই আমি জানি অভিবাসীদের দুঃখ কষ্ট ও গ্লানিকর অভিজ্ঞতাগুলো—-http://drkabirjewel.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/