বায়বীয় নেশায় ক্ষুদা কমাচ্ছে পথ শিশুদের দল…
অধ্যাপক ডঃ এম এস কবীর জুয়েল।
ছিন্নমূল শিশুদের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে এ প্রতিবেদনে, এভাবেই Volatile Substance বা Inhalents -গুলোতে আক্রান্ত হয়ে পড়ছে পথ শিশুদের একটা বিরাট অংশ,যা তাদের মাঝে ক্ষুধামন্দা বাড়িয়ে দিচ্ছে কিন্তু পক্ষান্তরে তাদের ক্ষুদে অপরাধী করে গড়ে তুলছে, তারা জুতোর চামড়া লাগানোর আইকা বা পেস্ট কিংবা চামড়াজাত দ্রব্যাদিতে ব্যবহ্রত পিভিসি সল্যুশন দিয়ে Huffing করে নেশা করছে,
Addiction Psychiatrist রা এ ধরনের Volatile Substance Inhaler –দের Huffer বলে থাকে, যাদের Facial Appearance দেখলেই বোঝা যায় — কতোদিন যাবত তারা এ জাতিয় বায়বীয় নেশায় বুদ হয়ে রয়েছে; কারন নাক ও মুখ গহবরে ক্ষত বা সরু লাল নালীর ন্যায় স্থান তৈরী হয়(Excoriations in Buccal mucosa & Nasal apertures).
অতীতেও বিভিন্ন ট্রাফিক সাইন্যালে গাড়ী থামলে এদের দেখা যেতো, এখন পুলিশের ভয়ে অলি গলি ও রাস্তার আনাচে কানাচে যেয়ে নেশা করছে।
দেশে সমাজকল্যাণ নামক একটি মন্ত্রণালয় আছে, ওদের দৃষ্টি আকর্ষণ করছি—জানি কিছুই হবেনা, কারন মন্ত্রণালয় গুলো ব্যস্ত থাকে বিতর্কিত মিউজিক ব্যন্ড “বি.টি.এস.” কিংবা আইটেম সং এর গায়িকা ‘নোরা ফাতেহী’ -কে ৪০ মিনিটের জন্য এদেশে এনে কয়েক কোটি টাকা দিয়ে কালো টাকাজাত বখে যাওয়া সন্তানদের মনোরঞ্জনে।
তবুও আমাদের আওয়াজ তুলতে হবে,উচ্চস্বরে চিৎকার করে জানিয়ে দিতে হবে —
The Reality of Bangladesh….
আপামর জনগনের দৃষ্টি অন্যত্র সরিয়ে মূল
প্রেক্ষাপটকে পাশ কাটিয়ে ভিন্নভাবে মেকি আনন্দ বিনোদনের প্রতিযোগিতা করে বাস্তবতাকে আড়াল করার সুযোগ নেই।
ইতোপূর্বে বিজাতীয় সস্কৃতি আমদানীর এক গানের চ্যনেলের সত্তাধিকারী-র মেয়ের বিয়েতে কয়েক কোটি টাকা খরচ করে ভারতীয় এক পর্ণ তারকাকে নিয়ে আসা হয়, যে ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পূর্ণ সহযোগীতা ছিলো।
যে কেরানীরুপি সচিব গুলো এই দূর্দিনে নাচ -গান আর রঙ তামাশা করতে বিতর্কিত সাংস্কৃতিক সংস্থাসমূহের সাথে একাট্টা হয়েছে, তাদেরকেই বাধ্যতামূলক অবসর দিন, আর সৎ ন্যায় নিষ্ঠাবান আমলাদের পুনরায় ফিরিয়ে আনুন।https://www.banglatribune.com/others/768234/%E2%80%98%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%81%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE-%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87%E2%80%99-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE