অনলাইন ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার প্ল্যাটফর্ম ‘মন-ঘর” এর কর্ণধার ও স্যার সলিমূল্লাহ মেডিক্যাল কলেজের মানসিক বিভাগের প্রধান কবীর জুয়েল স্যার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ‘২০২২ সফল হোক।
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
এ মাসেই পালন করেছিলাম নিজ বিভাগে ” বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২২”, মিটফোর্ড(SSMC) সাইকিয়াট্রি বিভাগের সকল সদস্য, হাসপাতাল ও কলেজ প্রধানসহ( পরিচালক ও অধ্যক্ষ ) অন্যান্য প্রায় সকল বিভাগের শুভাকাঙ্ক্ষী বিভাগীয় প্রধান ও ভালো মনের যে মানুষ গুলো তা সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ও তাদের শত ব্যস্ততার মধ্যেও আমার ডিপার্টমেন্ট অব্দি র্যালী নিয়ে এসে আমাদের সংগ দিয়েছে, টানা তিন ঘন্টা ব্যাপী গ্যালারিতে বসে থেকে আমাদের কথাগুলো ধৈর্য্যের সাথে শ্রবণ করেছে,আমরা তাদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার প্রিয় ছাত্র-ছাত্রীদের সরব উপস্থিতিতে নিঃসন্দেহে আমাদের অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, ওদেরকেও জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা, যদিও বা ব্যস্ততাহেতু ধন্যবাদ জ্ঞাপনে কিছুটা বিলম্ব হয়ে গেলো ; আগের পোস্টেই আমি বলেছি শুধু নিজ দেশে শিক্ষকতা আর প্রান্তিক গোষ্ঠীর মানসিক সাস্থ্যের কথা ভেবেই আমরা প্রবাস থেকে দেশে ফিরে এসেছি, সুতরাং শত প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের মানসিক স্বাস্থ্য উন্নতিকল্পে আমরা সাধ্যমতো ভূমিকা রেখে যাবো ঈন্সাল্লাহ ।
যে শুভাকাঙ্ক্ষীগণ inbox এ knock করে অনুষ্ঠানটির প্রশংসা করেছিলেন, তাদের প্রতি রইলো কৃৃতজ্ঞতা, Sorry for the delay in uploading this Post.