World Dementia Day (আজ বার্ধক্যজনিত স্মৃতিভ্রম দিবস)
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
—-আজ ২১শে সেপ্টেম্বর, World Dementia Day—-আসুন জেনে নেয়া যাক আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের মাঝে যারা এ রোগে ভূগছেন তাদের কি কি সমস্যা হয়ে থাকে– মূখ্য উপসর্গ গুলোর মাঝে স্মৃতিভ্রুম(Forgetfullness)অকারনে বা যুক্তিহীন ক্রোধের বহিঃপ্রকাশ ( Rejection Sensitivity), সন্দেহবাতিকতা(Suspiciousness), অযথাই অপ্রয়োজনীয় জিনিস খোঁজাখুজি করা এবং পেলে তা যক্ষের ধনের ন্যায় লুকিয়ে রাখা(Hoarding Behaviour), ঘুমের স্বল্পতা বা কখনো অত্যাধিক নিদ্রালু ভাব, ভাবলেশহীন ভাবে তাকিয়ে থাকা(Staring looks), অসংগতিপূর্ণ বাক্যালাপ(Irrelevant Speech), গভীর অতীতের স্মৃতি হাতড়ে বেড়ানো এবং স্বয়ংক্রিয়ভাবে সেগুলো নিয়ে আলোচনা করতে থাকা অথচ সকালের নাস্তা বা কিছুক্ষন আগের চা খাওয়ার কথা বেমালুম ভুলে যাওয়া ইত্যাদি……. শশব্যস্ত যান্ত্রিক জীবনে প্রতিষ্ঠা লাভের চেষ্টা চালিয়ে বিশেষ করে চিকিৎসকদের বলছি, আপনার বাবা মা বার্ধক্য নিয়ে বেঁচে থাকলে, কিছু সময় হাতে নিয়ে তাদের সাথে অতীত স্মৃতি রোমন্থন করুন(Reminiscence therapy); তাদের সৃজনশীল কাজে নিয়োজিত রাখুন, গন্ডায় গন্ডায় বিভিন্ন বেলায় নানা ঔষধ(Hypothetical drugs As Cognitive Enhancer) না খাইয়ে,,,, অন্যান্য থেরাপি গুলোর দিকে নজর দিতে পারেন, এতে চিত্তে স্ফুর্তি আসবে ও স্মৃতি শাণিত হবে। Recently Received the expected Invitation from UK to present a paper on ” Efficacy of Plant Therapy(Gardening) & Pet(Pigeon/other Birds/Cat/Rabit etc) Therapy among Dementic individuals” কোভিড পরিস্থিতি কমে গেলে সরাসরি বৃটেন যেয়ে উপস্থাপন করা যাবে, কারন এখন বাংলাদেশ Red Zone থেকে Amber Zone এ রয়েছে, আশা করছি আগামী ডিসেম্বরে Green Zone এ চলে আসবে। বৈশ্বীক পরিস্থিতি না পাল্টালে Webinar – এর মাধ্যমেই উপস্থাপন করতে হবে। বিশ্ব “বার্ধক্যজনিত স্মৃতিভ্রুম দিবস” আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা আমাদের প্রবীনদের নিয়ে আরো অধিক দায়িত্বশীল হবো, তাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখবো, ‘Old Homes’ নামের প্রবীন নিবাসন আমাদের দেশে যেন প্রধান্য না পায়, সকল সন্তানরা যত্নশীল হয়ে উঠুক নিজ নিজ পিতামাতার প্রতি, সামাজিক ও ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে পরিবারের বয়স্ক পিতামাতার যথার্থ মূল্যায়ন হোক– এটাই প্রত্যাশা সকলের নিকট; কিন্তু অনেক সময় এ প্রত্যাশা পূরণে বেশ কিছু প্রতিবন্ধকতা প্রতীয়মান হয়, যা উপসর্গ গুলোতে বর্ণনা করা হয়েছে, সে ক্ষেত্রে একজন সার্বক্ষনিক Care Giver অত্যাবশ্যক। আমার ন্যায় মানসিক রোগ বিশেষজ্ঞগণ মূলতঃ আলঝাইমার্স রোগের সাইকোসিস(অস্বাভাবিক আচরণ ও কথার ভারসাম্যহীনতা) ও বিষন্নতার দিকটি দেখে থাকেন। আমি নিউরো-সাইকিয়াট্রি নিউরো সার্জারী-র সকল পরিচিত কলিগ, বন্ধু, বড়-ছোট ভাইদের আহবান করছি, Alzheimer’s disease সংক্রান্ত তারা তাদের গবেষণা লব্ধ চিন্তা ভাবনা যেন আমার Inbox – এ শেয়ার করেন, যা আমার Mini Reviewed Article টিকে আরো সমৃদ্ধকরতে পারবো; এবং তা নিম্নোক্ত সেমিনারে উপস্থাপন করতে পারবো; ধন্যবাদ, সবাইকে।