#ইউক্রেন_ও_ফিলিস্তিন_উভয়_ইস্যুতেই_Amnesty_International_নির্যাতিত_জনগণের_পক্ষে_দৃঢ_অবস্থান_নিয়েছে..আমি “এমনেস্টি ইন্টারন্যাশনাল” এর এই মানবিক দিকটা খুবই পছন্দ করি, ওরা ইতিপূর্বে আমাকে ইজ্রাইল এর বিপক্ষে জনমত গঠন করতে ফিনিস্তিনিদের ওপর ওদের নির্যাতন সম্পর্কিত বেশ কিছু ছবি সম্বলিত ই-মেইল পাঠিয়েছে, Amnesty international Raised its Voice Against Israel and circulated it throughout the Globe by their Human Right Activists (Lawers,Journalists,Writers,Psychiatrist etc).তেমনিভাবে ইউক্রেনে রাশিয়া-র অবৈধ দখল দারিত্তের বিরুদ্ধে পুনরায় এমনেস্টি ইন্টারনেশন্যাল সোচ্চার হয়েছে ; অথচ এই ইউক্রেনেনীয় প্রেসিডেন্ট-ই ইজ্রাইলের বর্বরতাকে সমর্থন করে আসছিলো। সুতরাং একটি বিষয় স্পষ্ট যে, Human rights ইস্যুতে Amnesty international মূলত সাধারণ মানুষের দুঃখ দূর্দশা ও তাদের কষ্টকে-ই গুরুত্ব দিয়ে থাকে, প্রায় অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে Amnesty international এর দা-কুমড়া সম্পর্ক তৈরী হয়েছে, কিন্তু তবুও তাদের গতি রুখতে পারছেনা সেই দেশগুলো কারন নৈতিকতার স্বার্থে সদাই অগ্রগামী এই মানবাধিকার সংগঠন।

Leave a Comment