#Mind_Home_GulsanBaridhara_paid_respect_to_Caregivers_who_helped_for_Speech_Therapy_and_OTঅকস্যাৎ অনাকাঙ্ক্ষিত(Acute Stress Disorder) দূর্ঘটনার পর হতবিহবল হয়ে অনেক সময় দীর্ঘদিন স্থায়ীভাবে নির্বাক(Pseudo-aphasia) হয়ে যায় কিছু নিরীহ স্বভাবের দূর্বল চিত্তের মানুষ, ভাব প্রকাশে অপারগ হয়ে ভাষাংশ ভূলে যায় ;এ অবস্থায় সাথের মানুষটির ভালোবাসাপূর্ণ আলাপনে পুনঃরায় সে নিজ মাতৃভাষার আলাপ চারিতায় মেতে ওঠে, এই সময়টা অত্যন্ত মমতা ও স্নেহময় আবেশে কাটাতে হয় যা করতে বেশ ধৈর্য্যের প্র‍্যয়োজন, ‘মন-ঘর’ গুলশান ও বারিধারা শাখায় আমরা এমনি ধৈর্য্যশীল অভিভাবক-দের শুভেচ্ছা জানিয়েছি… মহান একুশে উপলক্ষ্যে ভাষার এ মাসে আমরা দুজন Caregiver -কে অনানুষ্ঠানিক সামান্য উপহার দিয়ে সন্মানিত করেছি।

Leave a Comment