
#আজ_সেই_ভয়াল_২৫_শে_ফেব্রুয়ারি, #জাতীয়_শহীদ_সেনা_দিবস—-পিলখানা ট্রাজেডি দিবস—৫৭ জন চৌকষ আর্মি অফিসারদের নিষ্ঠুর ও বর্বরতম মৃত্যুকে নিয়ে কিভাবে লুকোচুরির মাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমদের সংবাদ প্রচারের অনুমতি না দেয়ায়; কোন অনুসন্ধানী প্রতিবেদন করতে না দেয়ায়, বিদেশে বার বার ফ্যসিস্ট রাষ্ট্রপ্রধান-কে জওয়াবদিহী করতে হয়েছে।কিন্তু দেশীয় কোন প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়া তা ইতোপূর্বে প্রকাশের দূ:সাহস করেনি ; তারা গতানুগতিক ধারায় তথাকথিত BDR-এর ‘ডাল-ভাত’ কর্মসূচীর আড়ালে তা জাতিকে ভূলিয়ে রেখেছিলো। এখন ক্রমশঃ Global news agencies গুলোর প্রশ্নবানের মুখে স্বৈরাচারীনি-র আমতা আমতা প্রশ্নোত্তরে সত্য বেরিয়ে আসছে ; প্রত্যাশা করছি অচিরেই সম্পূর্ন স্বাধীন একটি তদন্ত কমিশন কথিত দুটো দেশের গোয়েন্দা-দের সংশ্লিষ্টতা সহ স্থানীয় ফ্যসিস্ট নেতাদের সহায়তার পুরোলোম হর্ষক কাহিনী, জাতিয় ও আন্তর্জাতিকভাবে প্রকাশ করবে।আমাদের মানসিক স্বাস্থ্য সংস্থ্যা ‘মন-ঘর’ বরাবরেই মতোই “Anniversary Reactionary” -তে আক্রান্ত জওয়ানদের ফ্যমিলি মেম্বার ও অফিসারদের পরিবারের সদস্যদের সব ধরনের মানসিক সাহায্য অব্যাহত রেখেছে…উল্লেখ্য যে জেলখানার ভেতরে এই বর্বর ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী নিরাপরাধ BDR জওয়ানদের কৌশলে হত্যা করা হয়। WWW.drkabirjewel.com