জুলাই অভ্যূত্থানে প্রাইভেট ভার্সিটির ছাত্র – ছাত্রীদের অভাবনীয় এই অবদান স্বর্ণাক্ষরে লিখা থাকবে।

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

মধ্য জুলাই-এ ছাত্র আন্দোলন-কে স্তব্ধ করতে ঢাকা ভার্সিটি বন্ধ ঘোষনা করা হয়, এবং পুলিশ ও বিজিবি মিলে বিশবিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের হঠাৎ করে প্রত্যেকটি হল থেকে বের করে দেয়, এমন সন্ধিক্ষনে প্রাইভেট ভার্সিটিগুলোর ছাত্র-ছাত্রীগণ ঢাকা-র রাজপথে নেমে আসে; মহাখালী, বনশ্রী, বাড্ডা, ভাটারা ও বসুন্ধরাস্থ প্রায় ৭টি প্রাইভেট ভার্সিটি-র অদম্য স্টুডেন্টদের যেসব শিক্ষক অভিভাবকের মতো নির্দেশনা দিয়ে জুলাই’২৪-এর ছাত্র-গণ অভ্যুত্থানে শরীক হয়েছিলো, তাদের-ই একজন –Prof Mohammad Mojammel Al Hakim, Chairman, EEE, East West University, Played a Vital role on last July upsurge…He was one of the Courageous Professor of who guided the Students of the Private Universities… BRAC University-এর আসিফ মাহতাব, East West University-এর অধ্যাপক মোজাম্মেল ভাইসহ আন্দোলনে অংশগ্রহণকারী সকল প্রাইভেট ভার্সিটির শিক্ষকগণের যথার্থ মূল্যায়ন হোক, এ প্রত্যাশা করছি। জুলাই-৫ই আগষ্ট পর্যন্ত প্রাইভেট ভার্সিটির ছাত্র – ছাত্রীদের অভাবনীয় এই অবদান স্বর্ণাক্ষরে লিখা থাকবে।

Leave a Comment