বঙ্গোপসাগরের লালচে পানি আছড়ে যেয়ে পড়েছে আরব সাগর ও ভূ-মধ্য সাগরের নীলাভ জলরাশির মাঝে।
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।


#Bengali_Gen_Z_influenced_Syrian_Gen_Zবাংলাদেশের জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের ঢেউ উছলে উঠে মধ্যপ্রাচ্য পর্যন্ত পৌঁছিয়েছে,বঙ্গোপসাগরের লালচে পানি আছড়ে যেয়ে পড়েছে আরব সাগর ও ভূ-মধ্য সাগরের নীলাভ জলরাশির মাঝে, তা থেকে উজ্জীবিত হয়েছে –Syrian Gen-Z(জেন জি), এবং তারা সুরী গনমানুষকে সংগে নিয়ে তুমুল লড়াই করে অবশেষে পতন ঘটালো সিরিয়া-র বর্বর একনায়ক ফ্যসিস্ট স্বৈরাচার “বাসার আল আসাদ” -এর, আলহামদুলিল্লাহ….মধ্যপ্রাচ্যে থাকাকালীন সময়ে বেশ কিছু ‘Syrian Psychiatrists & Resident Doctors’-দের সাথে আমার সখ্যতা হয়, তমধ্যে ডা:খলিল জিব্রান ও ডা: ফুয়াদ অন্যতম, তারা সদাই নিজেদের দেশ নিয়ে চিন্তাক্লিষ্ট থাকতো,যেমন থাকতাম আমি নিজেও, কবে হাসিনা-র থেকে মূক্তি পাবে এদেশের জনগন, কবে পুনরায় ভোটের অধিকার প্রতিষ্ঠা পাবে? মিশরীয় কলিগ গুলোর ধ্যন জ্ঞান ছিলো, কবে হোসনী মোবারক এর অপশাসনের অবসান হবে? সুদানীয়-রা বলতো ড.হাসান আল বশীর কি আদৌ যাবেনা? আর তিউনিসীয় কলিগ-রা তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকতো ডিক্টেটর বেন আলী-র পদত্যগ, আরব বসন্তের হাওয়ায় লিবিয়া, মিশর, তিউনিসীয়া, সুদান সব দেশে পরিবর্তন এলেও সিরিয়া-র Autocratic Ruler President Basar Al Asad, মস্কো-ইরান-সৌদী-আমেরিকা-র জটিল সমীকরনে পূর্বাবস্থায় রয়ে গেলো। আমি দেশে ফিরে এলাম, নিজ দেশে ফ্যসিবাদের বিরুদ্ধে জোরদার আন্দোলন করার প্রত্যয় নিয়ে মাঠে নামার দুদিনের মাথায় টের পেলাম, সারা মাঠ কন্টকাকীর্ণ, এমন কি গুম -খুনের হুমকিও এলো, সংগত কারনেই ফেসবুক কেন্দ্রীক প্রতিবাদ অব্যাহত থাকলো, কিন্তু সেখানেও প্রচন্ড বাঁধার সম্মুক্ষিন হলাম, অফিস কক্ষ ভাংচুর সহ অকথ্য ভাষায় গালাগাল দেয়া হলো, পুরান ঢাকার হাজি সেলিমের ক্যডার বাহিনী আমার পিছু নিলো, কিছুটা ক্ষ্যন্ত হলাম। স্ট্রাটেজিতে কিছুটা পরিবর্তন এনে, আমি ক্রমান্বয়ে ডান-বাম-মধ্যপন্থিসবার সাথে সম্পর্ক রেখে ফ্যসিস্ট সরকারের রোষানলে ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্থ পেশাজীবীদের সাহায্য করতে থাকলাম…. ইতোমধ্যে মিশরে প্রতিবিপ্লবী শক্তির মাধ্যমে পুনঃ জেনারেল ‘তান তাউ’ এর উত্তরসূরী জেনারেল ‘সি.সি.’ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মূর্সী-কে হটিয়ে ক্ষমতা দখল করে নেয়। মিশর এর ঘটনা থেকে অনেক কিছু আমাদের শেখার আছে; বাংলাদেশ এর বর্তমান প্রেক্ষিত কোন অংশেই মিশর থেকে ব্যতিক্রম নয়; আমাদের আরো অধিক সতর্ক থাকতে হবে; নইলে এ দেশেও প্রতিবিপ্লবীদের জয় জয়াকার অত্যাসন্ন।………So Be Cautious in Every Step………