আনসার বিদ্রোহে(আগষ্ট’২৪)-র মনোস্তাত্তিক ব্যাখ্যা
অধ্যাপক ডঃ এম. এস কবীর জুয়েল।

#আনসার_বিদ্রোহ_এর_মনোস্তাত্তিক_ব্যখ্যা
একটি আইন শৃংখলা ও শান্তিরক্ষী বাহিনীর লোকজন নিজেরাই কেন এতো উচ্ছৃংখল ও হিংস্র হয়ে উঠলো ? এই সব অযোগ্যদের( SSC GPA <4) বিগত সরকার গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর হতে নিয়ে আনসার বাহিণীতে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলো মূলত: নির্বাচনগুলোর আগে; প্রতিশ্রুতি ছিলো নির্বাচনে জিতলেই আত্মীকৃত হয়ে মূল আনসার ব্যটেলিয়ানের সদস্য হয়ে যাবে এবং সব আর্থিক সুবিধাদি পাবে; যোগ্যতা হিসেবে তারা রাতে ভোট বাক্স পূর্ণ (Recruited for Election 🗳️ Rigging).করতে পারবে কিনা, তা শেখানো হয়, এবং তাতে তারা সফল হয়, আবার ২০২৪ এর ৭-ই ফেব্রুয়ারী তাদের পুনরায় শেখানো হয়- কিভাবে ডামী প্রার্থীকে কিছু পরিমান ভোট দিয়ে হারাতে হবে; তারা দুইবার-ই ভোট পরীক্ষায় পর্যাপ্ত জিপিএ-৫ পেয়ে পাশ করে; তবুও বিনে ভোটের সরকার ওদের দাবী মেটায়নি; এভাবে দিনের পর দিন এই অপাংতেয় আনসার গুলোকে দাবী পুরণের মুলো ঝুলিয়ে দিয়েই পুলিশের সাথে সকল গণ বিদ্রোহ দমনের কাজে নিষ্ঠুরভাবে লাগিয়ে দেয়া হতো এবং সর্বশেষে এবার পাশের দেশের গোয়েন্দা সংস্থা তাদের আশস্ত করেছিলো, যদি সচিবালয় দখল করতে পারো, তবে অবশ্যই পুনঃ সরকার গঠন করে আনসারদের দাবী মানা হবে; সেই আশ্বাসে-ই তারা সচিবালয় দখলের চেষ্টা করছিলো; এখনই উপযুক্ত সময় কারন ছাত্রদের একটা বিরাট অংশ বন্যা উপদ্রুত এলাকায় রয়েছে। কিন্তু ২৫ শে আগষ্টের আনসার বিদ্রোহের বীজ উপড়ে দিয়েছে আমাদের অকুতোভয় সচেতন #GenZ…এখন এদের কান ধরে উঠ-বস করা কিংবা হাতজোর করে কেবল ক্ষমা চাওয়াতে মূক্তি দেয়া যাবেনা; ঘটনার গভীরে প্রবেশ করে মূলোৎপাটন করা হবে, এখনো গণ হত্যার সহকারী যে সব মন্ত্রী – নেতা পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথেও এই বিদ্রোহের যোগাযোগ রয়েছে, এমন কি সদ্য অবসরে পাঠানো আনসার এর প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক এর প্রত্যক্ষ মদদ থাকার ইঙ্গিত-ও পাওয়া গেছে,কারন সকাল থেকে DG,Ansar kept on keen silencing. After eviction from Secretariat by the students, DG is now saying, They are not the part of Main Stream of the Ansar Battalion.এই আমিনুল হক হলো, ছাত্র লিগের সাবেক সভাপতি ও সদ্য ক্ষমতাচ্যুত সরকারের উপমন্ত্রী এনামুল হক শামীম এর বড় ভাই, সুতরাং……….প্রত্যাশার কথা হলো ইতোমধ্যেই আমিনুল সাহেবের একান্ত অনুগত ১৯ জন উর্ধতন আনসার কর্মকর্তাকে বদলী করা হয়েছে, তাদের মধ্যে উপমহাপরিচালক পদমর্যাদার ৯ জন এবং পরিচালক পদমর্যাদার ১০ জন রয়েছেন।
— কবীর জুয়েল (রাজনৈতিক মনোবিদ–Political Psychoanalyst ও উপ-পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট)