আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International) তাদের প্যানেলে সাইকিয়াট্রিস্ট যোগ করছে।
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল(Amnesty International) তাদের প্যানেলে সাইকিয়াট্রিস্ট যোগ করছে–তা আমার জানা ছিলো না, তাদের পক্ষ থেকে ই-মেইল পেয়ে দেখলাম, তারা তাদের কার্যপ্রনালী আরো বৃদ্ধি করেছে, তাদের Resource Persons লিস্টে আরো কিছু পেশার ব্যক্তিদের অগ্রাধিকার তালিকায় রাখছে,মানসিক রোগ বিশেষজ্ঞ সহ সাইকো সোস্যাল কাউন্সিলর অন্যতম; তারা Mental Health issue- টিকে আরো অধিক প্রধাণ্য দিতে শুরু করেছে, ইহা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাকে পর পর কয়েকটি Email -করে ২৬/০৭/২১ এর Webinar এর বিষয় ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের উদ্দেগ উৎকন্ঠা ও সাম্ভব্য কর্মপন্থা নিয়ে আলোকপাত করেছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘ দিন সরকারী মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করার কারনে, ওখানকার কারাবন্দীদের মানসিক সাস্থ্যের দিকটি আমি তুলে ধরতে পেরেছি এবং দক্ষিণ এশিয়ার সাথে তুলনামুলক চিত্র উপস্থাপন করেছি। আমি ও আমার Organisation (The Mind Home) বিশেষ গুরুত্ব দিয়েছি “Prison Mental Health” ইস্যুটিকে। Truly in South Asia, the mental health services within captive situation, not at all getting any priority, So we’ve highlighted it from our side. As well as simultaneously we’ve focused about the mental health support towards the family members & specially spouse of the victims.Special Thanks to Saad Hammadi, South Asia Campaigner, Amnesty International; Who repeatedly knocked me to join their worthy programme for uplifting the human right situation on mental health arena. Thanks to Barisstar Jyotirmoy Barua, Mrs.Irene Khan, Chirag Agarwal, Smriti Singh, Yamini Mishra also for making the Webinar lively.