Clinical Psychologist-রা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হয়ে সাইকিয়াট্রিস্টদের সহায়তা করতে পারে—– বিভাগীয় প্রধান,মনোরোগ বিভাগ, স্যার সলিমূল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড।

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

‘ঢা.বি’.(Dhaka University) ও ‘জ.বি'(Jaganath University)-এর ‘Clinical Psychology’-বিষয় নিয়ে কয়েক মাস ব্যাপী রোগী কেন্দ্রিক প্রশিক্ষন চালু রয়েছে আমাদের অধীনে, কেউ সারা বছর, কেউ ছয় বা তিন মাসের জন্য ট্রেনিং করতে আসে,দীর্ঘ ‘Clinical Training’ শেষে ওরা এক এক জন ‘Counselling Psychologist’ হয়ে ওঠে এবংহাসি মুখে Certificate হাতে বিদেয় নেয়।ওদের কেউ কেউ কিন্টার গার্ডেন, স্কুল-কলেজ কিংবা বিশবিদ্যালয়ে কাউন্সিলর রুপে যোগ দেয়, কেউ বা ‘NGO’বা ‘RMG’ সেক্টরে আকর্ষনীয় বেতনে চাকুরী পেয়ে থাকে, আবার অনেকেই আমাদের সহকারী হয়ে ক্লিনিকে রোগীদের Client হিসেবে Mental Health related issue গুলো বোধগম্য পদ্ধতিতে বুঝিয়ে থাকে।

Leave a Comment