‘মন-ঘর’ আয়োজিত LGBTQIA- সেমিনারে বক্তাগণ যা বললেন…

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

“মন-ঘর” এর পক্ষ থেকে সকল সন্মানিত বক্তা (Psychiatrists, Psychologists,Therapeutic Counsellor,Psychiatric Social workers)-গণকে আন্তরিক ধন্যবাদ, আমি প্রত্যাশা করি আমাদের মাধ্যমেই বাংলাদেশে ‘LGBTQIA’- গ্রুপ-এর নতুন ধারার চিকিৎসা, সাইকোথেরাপি অন্যান্য ম্যনেজম্যন্ট শুরু হলো; যা আমাদের প্রচলিত ধ্যান-ধারনার সাথে সামঞ্জস্যপূর্ণ, যা আমাদের ধর্মীয় রীতিবিরুদ্ধ নয় এবং যা বিবেকবান সকলের কাছে গ্রহনযোগ্য।

Leave a Comment