মানসিক রোগীদের সেবিকা(Psychiatric Nursing) –এক চ্যালেঞ্জিং পেশা।
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
#Farewell_of_Most_Senior_Sincere_Psychiatric_Nurse_in_My_Dept’ সাইকিয়াট্রিক নার্সিং’ একটি অত্যন্ত গুরুত্তপূর্ন পেশা, রোগীর Temperament (মেজাজ-মর্জি-আবেগময় প্রকৃতি) বুঝে শুনে ধীরে ধীরে Empathetic Attitude-এ মানসিক বা আসক্তি রোগে আক্রান্ত রোগীটিকে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবা প্রদান করতে হয়। সিনিয়র চিকিৎসক(Professors & Consultants) গণ মানসিক রোগীগুলোকে দেখে ‘Clinical diagnosis’ করে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ও জুনিয়র ডাক্তারদের মাঝে বেড বিভক্ত করে দেন, ওরা প্রয়োজনীয় দিক নির্দেশনা সহকারে রোগীর ফাইলে fresh order of Treatment করে তা একজন সাইকিয়াট্রিক নার্স-এর নিকট প্রদান করে থাকে, এরপর থেকে মানসিক বা আসক্তি রোগে আক্রান্ত এই মানুষটিকে পুরোপুরি খেয়াল রাখার দায়িত্ব অর্পিত হয় সংশ্লিষ্ট নার্সের নিকট, সিনিয়র একজন সিস্টার তা তাৎক্ষনিকভাবে বুঝে নেন এবং জুনিয়র সিস্টারদের বুঝিয়ে দেন, সাইকিয়াট্রিক সোস্যাল ওয়ার্কারদের কাছে আবশ্যকীয় তথ্য দিয়ে রোগীটির ‘Care giver’ বা অভিভাবকদের অবহিত করেন এবং ল্যাব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন, রোগী গরীব হলে বা কোন আবশ্যকীয় পরীক্ষা করতে অপারগ হলে সমাজকল্যাণ বিভাগকে জ্ঞাত করেন।