‘Community Psychiatry’ এর বিকাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বি.সি.এস অফিসারদের জন্য ‘মন-ঘর’ এর ট্রেনিং এর উদ্দ্যোগ।

অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।

৪০-তম ‘বি. সি. এস’-এ প্রতিটি বিভাগীয় শহরে একজন করে ”Divisonal Psychiatric Social Working Officer”, একজন ”Divisional Addiction Counseling Officer” ও একজন ”Divisional Rehabilitation Officer” -কে সরকারীভাবে নিয়োগ দেয়া হয়েছে, জাতীয় মাদকাসক্ত নিয়ন্ত্রন অধিদপ্তর থেকে তাদের ট্রেনিং এর জন্য আজ(১৫/০৫/২৪) আমাদের সংস্থা-র নিকট পাঠানো হয়েছিলো; আমাদের গুলশানস্থ ‘মন-ঘর’ শাখা ও ‘বীকন পয়েন্ট ক্লিনিক’-এর উদ্দ্যোগে সফলভাবে এই তারুণ্যদীপ্ত নব্য অফিসারগণ তাদের প্রশিক্ষন সমূহ সম্পন্ন করলেন এবং অতি শিঘ্রই তারা ৬-টি বিভাগীয় শহরে তাদের প্রশাসনিক দায়িত্ব বুঝে নেবেন; তারা প্রত্যেকেই নিজ নিজ বিভাগের কর্মস্থলে ‘মানসিক ও মাদকাসক্ত’ রোগীদের জন্য ভবিষ্যতে আরো সূচারু ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা, পরিসেবা ও পূনর্বাসন নিশ্চিত করতে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, এই প্রত্যাশায় রইলাম। সেইসাথে আমি ব্যক্তিগতভাবে অংগীকার করেছি –বাংলাদেশে ‘Community Mental Health’ -এর ব্যাপক প্রসারে এই ১০-জন তরুণ ‘বি.সি.এস’ অফিসারদের আমি ও আমার টিম Online-এ সার্বক্ষনিক সহায়তা করে যাবো এবং দরিদ্র প্রান্তিক শ্রেণীকে ঢাকাস্থ ‘মিটফোর্ড হাসপাতাল’ ও ক্ষেএবিশেষে’Proshanti Rehabilitation Centre’ – এ রেখে ফ্রি বা ন্যুনতম খরচে চিকিৎসা সেবা প্রদান করা হবে। www.drkabirjewel.com

Leave a Comment