‘Peri-natal Mental Health’ -এর প্রসার ঘটিয়ে প্রসূতীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হবে।

অধ্যাপক ডঃ: এম. এস. কবীর জুয়েল।

আমার অনেক দিনের সুপ্ত ইচ্ছে ‘Tertiary Hospital’ -গুলোতে ‘Peri-Natal Psychiatry’ চালু হোক, অন্যত্র না পারলেও নিজ কর্মক্ষেত্রে ক্রমান্বয়ে তা শুরু হবে – এ প্রত্যাশায় রয়েছি; মিটফোর্ড একটি অন্যতম প্রধান সরকারী হাসপাতাল, এখানকার প্রসূতী ও গাইনিরোগীগণ-এর মাঝে মানসিক সমস্যা অন্যান্য হাসপাতালের চেয়ে অনেকটা বেশী কারন দক্ষিণাঞ্চলীয় দরিদ্র জনগোষ্ঠীর একটা অংশ নদীপথে এ হাসপাতালে এসে থাকে, যাদের মাঝে মানসিক স্বাস্থ্যে নিয়ে চিন্তা একেবারেই অনুপস্থিত, ফলে বিশেষ করে বাচ্চা হওয়ার সময়কাল ও প্রসব পরবর্তী সময়ে প্রসূতী-র মানসিক সমস্যাসমূহ প্রায়শঃই উপেক্ষিত হয়; তবে মিটফোর্ড হাসপাতালের প্রসূতী বিভাগের প্রফেসরগনের আন্তরিকতার কোন কমতি নেই , তাদের সর্বঙ্গীন সহায়তা অব্যাহত রয়েছে। এভাবে প্রসূতী ও গাইনী বিভাগকে নিয়ে ‘Peri-natal Mental Health’- সম্পর্কিত ধারাবাহিক সেমিনারসমূহ ও ক্লিনিক্যাল আলোচনা অদূর ভবিষ্যতে আমাদের একটি সতন্ত্র ইউনিট পরিচালনা করতে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ প্রেজেন্টার ডাঃ দেবোজোতি সহ সকল চিকিৎসক (ডঃ তৌহিদ, ডাঃসাজ্জাদ, ডাঃরান্নিয়া, ডাঃসুমনা)গণকে যারা ‘Maternity Blue’, ‘Puerperal Psychosis’ ও ‘Post Partum Depression’ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আজকের (১৩/০৫/২৪) প্রোগ্রামকে প্রানবন্ত করেছে।

Leave a Comment