…শির্কে শরীক না হই …
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
#শুভ_হোক_১৪৩১
সরকার ঘোষিত নির্ধারিত সময় না মানার ঘোষনা দিয়ে মূলতঃ বিতর্কিত সাংস্কৃতিক জোট ঔদ্ধত্য দেখিয়েছে, যা বহিঃশক্তির মদদ ছাড়া সম্ভব নয়! পক্ষান্তরে এই জোটের-ই আশির্বাদপুষ্ট চারুকলার প্রাক্তন ছাত্র ‘নাথান বম’ -ও বহিঃশক্তির পরোক্ষ সহায়তায়-ই এতোটা হিংস্র জঙ্গী হয়ে উঠেছে…. অনুসন্ধানী সাংবাদিকদের অবশ্যই এই উভয় অপশক্তি-র মূল নিয়ন্ত্রকদের মুখোশ উম্মোচন করতে হবে। নইলে এদের মঙ্গল শোভা যাত্রায় কেবল দেশের অমঙ্গল-ই হতে থাকবে এবং বিচ্ছিন্নতাবাদী ‘লঞ্চেও বম’-রা অনুপ্রাণীত হবে। সবাইকে বাংলা নব-বর্ষের শুভেচ্ছা ।।।।।
পান্তা-ইলিশে নেই কোন মানা,
খাও যত্ত পারো মুড়ি-মুড়কি-খই;
কেবল মনে রাখবে, শোভা যাত্রার নামে,
যেনো কোনক্রমেই, শির্কে শরীক না হই …..