প্রান্তিক মানুষগুলোকে হয়রানী থেকে বাঁচাতে মিটফোর্ড হাসপাতালে ‘Forensic Psychiatry’ চালু করলো মানসিক রোগের বিভাগীয় প্রধান কবীর জুয়েল স্যার
#Forensic_Psychiatry_in_Mitford_Hospitalমিটফোর্ড হাসপাতালে “ফরেনসিক সাইকিয়াট্রি”-র প্রথম ‘Case Report’ সুষ্ঠুভাবে আজ(০৪/০২/২৪ ইং) সম্পন্ন হলো; প্রান্তিক জনগোষ্ঠীর এক যুবকের মা-য়ের আহাজারির অবসান হলো,,,, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও পুলিশ কতৃপক্ষ প্রায় সপ্তাহ খানেক পূর্বে এক কিশোর অপরাধীর মানসিক সাস্থ্য বিষয়ে সন্দেহ প্রকাশ করে আমাদের নিকট অনুরোধ করে চিঠি পাঠায়, আমরা দায়িত্ব এড়িয়ে এই দরিদ্র মা-টিকে অন্যত্র পাঠাতে পারতাম কিন্তু তাতে বেচারার হয়রানী বাড়তো; যদিও “Forensic Psychiatry” -র মেডিকেল বোর্ড করার মতো পর্যাপ্ত জনবল আমাদের ছিলোনা, আমরা আমাদের ‘Child & Adolescent Mental Health Team’ এর সদস্যদের সাহায্য নিয়ে একটি “Complete Medical Board”গঠন করে ‘ফরেনসিক সাইকিয়াট্রি’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করলাম। So, Thanks to all the expert members of the Medical Board and our Associates who contributed a lot to initiate our first journey in “FORENSIC PSYCHIATRY”…Prof.Belayet H Khan, Head of the Forensic Medicine Dept.,BSMMU will be always with us with expanding his handfull cordial cooperation.