‘মন-ঘর’ এর পক্ষ থেকে “বিশ্ব স্বাস্থ্য দিবস” উদযাপন ও বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানে কমিটি গঠন।
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
আজ ৭-ই এপ্রিলWorld Health Day….এবারের প্রতিপাদ্য বিষয় –“সবার জন্য স্বাস্থ্য” ; আর তাই গণসচেতনতার জন্য সকলের অনুমতিক্রমে আমরা “মন-ঘর” থেকে এবার গুরুত্ত দিয়েছি মূলতঃ “Tribal Mental Health”, “Campus Mental Health”, “Industrial Mental Health” & ‘Post Disaster Mental Health’. বরাবরের মতোই আমাদের আলোচনার মূখ্য বিষয় ছিলো, — “No Health, Without Mental Health”…যা ইতোপূর্বে একবার WHO ঘোষিত World Health Day এর মূল শ্লোগান ছিলো। বংগবাজার এর অনাহুত ঘটনা একটা বড় Disaster, এটা Man made কিনা Accidental – এ বিতর্কের হয়তো আর অবসান হবেনা, তবে ক্ষতিগ্রস্ত ক্ষূদে ব্যবসায়ীদের মাঝে ইহার প্রভাব সূদূর প্রসারী; আমরা ‘মন-ঘর’ এর পক্ষ থেকে মানসিকভাবে বিপর্যস্ত ব্যবসায়ী ও চাকুরী হারানো হাজার কর্মচারীদের পুরোপুরিভাবে কাউন্সিলিং সেবা , অকুপেশনাল থেরাপী, ট্রমা ফোকাসড সি.বি.টি এবং ফ্রী প্রেস্ক্রিপসান ও ফ্রী ঔষধ এর ব্যবস্থা করেছি। Mr. Kawser Ahmed & Mr. Sohel Hossain will coordinate it….