রাষ্ট্রপতির ব্যক্তিত্ত্ব কেমন হওয়া উচিৎ ?
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
A_President_should_have_PRESIDENTIAL_PERSONALITY_A_wrinkle_less_Transparent_background
সব সাহাবুদ্দিন এক নয়, একজন সাহাবুদ্দিন -ই এসছিলো এ দেশে, যে বুঝিয়ে দিয়েছিলো প্রেসিডেন্ট এর ব্যক্তিত্ব কি ও কেমন হওয়া উচিৎ ?
সততা, যোগ্যতা আর জনহিতৈষী চিন্তায় যিনি ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী; তাইতো জননিরাপত্তা আইনের নামে ভিন্নমত দমনের কালো আইন তাকে দিয়ে পাশ করানো যায়নি, কোন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের সে ক্ষমা করে দেয়নি, ভাগাড়ের আবর্জনাদের তিনি প্রমর্জনা করে পদায়ন পদোন্নতি দেননি, তাঁর নিকট এরকম কোন আপত্তিকর ফাইল দেবার সাহস কেউ দেখায়নি, অথচ এই মানুষটির নামে নেই কোন সেনানিবাস, নেই কোন নামকরা এভিনিউ, নেই কোন বড় স্থাপনা, কেবল গুলশান সোসাইটি তার নামে গুলশানের পার্কটি নামকরন করেছে, পার্ক বা কোন স্থাপনা না হলেও কিছু যায় আসেনা, মানুষ প্রেসিডেন্ট সাহাবুদ্দিন বলতে একজনকেই চিরদিন মনে রাখবে যিনি দূর্নীতিমূক্ত সুন্দর বাংলাদেশের সপ্ন দেখতেন।
অনেক সাহাবুদ্দিন আসবে, যাবে — কিন্তু সব সাহাবুদ্দিন এক নয়।
কেউ প্রেসিডেন্ট পদটিকে অমেরুদণ্ডী প্রাণীসম এক রাবার স্ট্যম্প ভাড় এর পদে পরিণত করে বিদেয় নেয়, যাবার প্রাক্কালে তার নামে বহুকিছুর নামকরণ হয়ে যায়, আবার কেউ জনগণের পক্ষে থেকে সততার পারাকাষ্ঠা দেখিয়েও রাজাকার -বেঈমান খেতাব প্রাপ্ত হন, কারন এ দেশের শাসকরা চান প্রেসিডেন্ট হবেন —
মোমের মেরুদণ্ড সম্পন্ন একজন, যাকে দিয়ে সংবিধানের দোহাই দিয়ে সব হারাম কে হালাল করে নেয়া যাবে।