এখনো সকালবেলার চাকুরীটি রেখে দিয়েছি, থাকুক না — দিন তো বদলায় …
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
#More_Worser_situation_in_Bangladesh_What_Mrs_Geeta_mentioned_about_Indian_Political_Culture.#মেঘ_দেখে_কেউ_করিসনে_ভয়_আড়ালে_তার_সূর্য্য_হাসে_😄😄😄প্রবাসে সরকারী হাসপাতালে এক সাথে বেশ কয়েক বছর বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমরা কাজ করেছি, বড় ভাইদের দুজনেই এখন দেশে অবস্থান করছে, দুজন দুটো কর্পোরেট হাসপাতালের বিভাগীয় প্রধান ও প্রশাসনীক দায়িত্বে রয়েছেন, বিদেশী অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবাসের প্রায় সম-পরিমান অর্থ তারা এ দেশে আয় করছেন, আমাদের সময়কার প্রায় হাফ ডজন বিশেষজ্ঞ চিকিৎসক এখনো ফেরত আসেন নাই; আর আমি দেশে এসে সরকারী চাকুরীটি না ছেড়ে একটি সরকারী মেডিক্যাল কলেজের মানসিক বিভাগীয় প্রধান হিসেবে এখনো দায়িত্ব পালন করে যাচ্ছি, অর্থ হয়তো মূখ্য নয়, রিজিক আল্লাহর (আকাশ) থেকে আসে কিন্তু ১ যুগ পরেও এখনো প্রবাসের বেতনের এক পঞ্চমাংশ সরকারী বেতন আমার হয়নি, অন্যান্য সুবিধাদি না হয় বাদ -ই দিলাম, শিক্ষকতা পছন্দ করি, নিজের বাবা-মা ও শিক্ষক ছিলেন তা-ই ভেবেছিলাম কোন কর্পোরেট হাসপাতাল বা মেডিক্যাল কলেজ নয়, সরকারী মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকেই পড়িয়ে যাবো, ওরা মধ্যবিত্ত সমাজ থেকে আসে, তাছাড়া সরকারী হাসপাতালে সুবিধাবঞ্চিত রোগীরা আসে, তাদের সাহায্য করা যাবে কিন্তু নিজের যথাযথ মূল্যায়ন না হওয়া ও আমার মানসিক ওয়ার্ডে সরকারী সম্পদ -জনবলের যোগানের ব্যর্থতায় এখনো মান সম্মত চিকিৎসা নিশ্চিত করতে পারিনি, যা এক যুগ আগে আমি বিদেশীদের জন্য করে এসছি, নিজের দেশে এসে কি লাভ হলো? এ হিসেব আমার আজও মেলেনা। পক্ষান্তরে দলান্ধ রাজনৈতিক পেশাজীবি সংগঠনের অযাচিত হস্তক্ষেপ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে ধরে নিতে হচ্ছে ইদানিংকার সরকারী চাকুরে-দের। লেজুড়বৃত্তিক রাজনীতির শিষ্য হিসেবে অযোগ্য লোকদের পদায়ন চিকিৎসকদের ক্ষেত্রে বোধহয় ব্যাপারটাকে মাত্রাতিরিক্ত পর্যায়ে নিয়ে গেছে, যা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ও চিকিৎসা সেবা প্রদান করার অন্যতম প্রতিবন্ধকতা। তবু্ও কিছু সৎ, যোগ্য ও ভালো মানুষ আশে পাশে রয়েছে, যাদের জন্য এখনো সকালবেলার চাকুরীটি রেখে দিয়েছি, থাকুক না — দিন