সু-আচরণে চিত্ত(মন) প্রশমিত হয়।
অধ্যাপক ডঃ এম. এস. কবীর জুয়েল।
মানুষের প্রতি মানুষের ব্যবহার কেমন হওয়া উচিত, সে বিষয়ে সূরা লোকমান -এ স্পষ্ট উল্লেখ রয়েছে ; কিন্তু যারা অর্থ সম্পদ আর এই ঠুনকো ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করে, তাদের অগ্র ও পশ্চাতে লৌহ প্রাচীর সম প্রতিবন্ধকতা তৈরী করে তাদের অন্ধ করে রাখা হয় , যা সূরা ইয়াসীন-এ উল্লেখ্য।
“You shall not treat the people with arrogance, nor shall you roam the earth proudly. GOD does not like the arrogant show-offs” (Al Quran # 31:18)
“Walk humbly and lower your voice – the ugliest voice is the donkey’s voice” (Al Quran # 31: 19)
[Surah Luqman, Verse-31]